ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পে আতঙ্ক: ভবন থেকে লাফিয়ে আহত বহু শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে হওয়া শক্তিশালী ভূমিকম্পে চরম আতঙ্ক সৃষ্টি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে। ভূমিকম্পের সময় বিভিন্ন হলের বহু শিক্ষার্থী হুড়োহুড়ি করে ভবন থেকে নিচে নামতে গিয়ে কেউ লাফ দিয়ে, কেউ দৌড়াদৌড়ির সময় আহত হন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদা তিনতলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন, তার পা ভেঙে গেছে বলে জানা গেছে।

হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা থেকে লাফ দিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই ব্যাচের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী আছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকেও অন্তত দুইজন লাফ দিয়ে আহত হন। সবাইকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এদিকে ভূমিকম্পের তীব্রতায় এ এফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে। শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কয়েকটি স্থানে পলেস্তারা খসে পড়া ও ফাটলও দেখা গেছে। ভূমিকম্পের আকস্মিকতায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ক্যাম্পাসের বিভিন্ন হলের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিরাপত্তা ও ভবনগুলোর কাঠামোগত অবস্থার বিষয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন হবে, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পে আতঙ্ক: ভবন থেকে লাফিয়ে আহত বহু শিক্ষার্থী

আপডেট সময় ১২:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে হওয়া শক্তিশালী ভূমিকম্পে চরম আতঙ্ক সৃষ্টি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে। ভূমিকম্পের সময় বিভিন্ন হলের বহু শিক্ষার্থী হুড়োহুড়ি করে ভবন থেকে নিচে নামতে গিয়ে কেউ লাফ দিয়ে, কেউ দৌড়াদৌড়ির সময় আহত হন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদা তিনতলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন, তার পা ভেঙে গেছে বলে জানা গেছে।

হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা থেকে লাফ দিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই ব্যাচের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী আছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকেও অন্তত দুইজন লাফ দিয়ে আহত হন। সবাইকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এদিকে ভূমিকম্পের তীব্রতায় এ এফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে। শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কয়েকটি স্থানে পলেস্তারা খসে পড়া ও ফাটলও দেখা গেছে। ভূমিকম্পের আকস্মিকতায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ক্যাম্পাসের বিভিন্ন হলের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিরাপত্তা ও ভবনগুলোর কাঠামোগত অবস্থার বিষয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।