ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ বাড়িতে পেট্রলবোমা–ককটেল বিস্ফোরণ, আটক ইমন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজের বাড়িতে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন ইমন (২২) নামের এক তরুণ।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। শুক্রবার তাঁকে বিস্ফোরক আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা হাসেম আলী চাকরির কারণে স্ত্রীসহ টাঙ্গাইলে থাকেন। তাঁদের ছেলে ইমন গত দুই মাস ধরে বাবার কাছে একটি দামি মোটরসাইকেল চেয়ে আসছিলেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল। এমনকি মাসখানেক আগে তিনি মাকেও মারধর করেন।

 

গত মঙ্গলবার বাবা-মা বাড়িতে এলে ইমন আবারও মোটরসাইকেল কেনার দাবিতে চাপ দেন। তারা অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়ির উঠানে দুটি পেট্রলবোমা এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটান। প্রচণ্ড শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন, এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমনকে আটক করে।

 

হাসেম আলী বলেন, তাঁর ছেলে বেশ কিছুদিন ধরে অবাধ্য আচরণ করছেন এবং ইন্টারমিডিয়েট পড়াকালীনই মাদকাসক্তি ও নানা অপরাধে জড়িয়ে পড়েন। মোটরসাইকেল না কিনে দেওয়ায় তিনি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটান।

 

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ককটেল বিস্ফোরণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইমনকে আটক করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সঙ্গে না থাকার কারণে আ.লীগ আমলে জামায়াতের অনেক নেতার ফাঁসি হয়েছে

মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ বাড়িতে পেট্রলবোমা–ককটেল বিস্ফোরণ, আটক ইমন

আপডেট সময় ১১:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজের বাড়িতে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন ইমন (২২) নামের এক তরুণ।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। শুক্রবার তাঁকে বিস্ফোরক আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা হাসেম আলী চাকরির কারণে স্ত্রীসহ টাঙ্গাইলে থাকেন। তাঁদের ছেলে ইমন গত দুই মাস ধরে বাবার কাছে একটি দামি মোটরসাইকেল চেয়ে আসছিলেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল। এমনকি মাসখানেক আগে তিনি মাকেও মারধর করেন।

 

গত মঙ্গলবার বাবা-মা বাড়িতে এলে ইমন আবারও মোটরসাইকেল কেনার দাবিতে চাপ দেন। তারা অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়ির উঠানে দুটি পেট্রলবোমা এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটান। প্রচণ্ড শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন, এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমনকে আটক করে।

 

হাসেম আলী বলেন, তাঁর ছেলে বেশ কিছুদিন ধরে অবাধ্য আচরণ করছেন এবং ইন্টারমিডিয়েট পড়াকালীনই মাদকাসক্তি ও নানা অপরাধে জড়িয়ে পড়েন। মোটরসাইকেল না কিনে দেওয়ায় তিনি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটান।

 

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ককটেল বিস্ফোরণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইমনকে আটক করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।