ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শততম টেস্টে রেকর্ড ছুঁয়ে দলকে অগ্রাধিকার দিলেন মুশফিক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

 

শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি থেকে আট রানে পিছিয়ে থেকেও রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন মুশফিকুর রহিম। নামের পাশে অপরাজিত ৫৩ রান থাকতেই বাংলাদেশ দল ইনিংস ঘোষণা করলে ব্যক্তিগত সেঞ্চুরি মিস করেন তিনি। তবে একটি জায়গায় ঠিকই কিংবদন্তি রিকি পন্টিংয়ের পাশে বসেছেন এই উইকেটকিপার ব্যাটার।

এর আগে শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি ও ন্যূনতম ফিফটি করার কৃতিত্ব ছিল শুধু রিকি পন্টিংয়ের। ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে ১২০ ও অপরাজিত ১৪৩ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছিলেন অজি অধিনায়ক।

ঢাকা টেস্টেও সেই নজিরেই নাম লেখালেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ১০৬, আর দ্বিতীয় ইনিংসে খেলেন ৫৩ রানের অপরাজিত ইনিংস। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি ও অন্তত ফিফটির দলিল রাখলেন তিনি।

টেস্টের দ্বিতীয় দিন শেষে মুশফিক বলেছিলেন—“দলের আগে ব্যক্তিগত কিছু নয়।” ইনিংস ঘোষণা হওয়ার সময় সেঞ্চুরির সামনে থাকলেও, অধিনায়ক শান্তর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলকেই এগিয়ে রাখলেন সাবেক অধিনায়ক।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে, ফলে লিড দাঁড়ায় ৫০৮ রানের। জিততে হলে আয়ারল্যান্ডকে করতে হবে ৫০৯ রান—যা গড়তে হবে টেস্ট ইতিহাসের নতুন বিশ্বরেকর্ড। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের, যারা ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল।


 

জনপ্রিয় সংবাদ

শততম টেস্টে রেকর্ড ছুঁয়ে দলকে অগ্রাধিকার দিলেন মুশফিক

আপডেট সময় ০৫:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

 

শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি থেকে আট রানে পিছিয়ে থেকেও রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন মুশফিকুর রহিম। নামের পাশে অপরাজিত ৫৩ রান থাকতেই বাংলাদেশ দল ইনিংস ঘোষণা করলে ব্যক্তিগত সেঞ্চুরি মিস করেন তিনি। তবে একটি জায়গায় ঠিকই কিংবদন্তি রিকি পন্টিংয়ের পাশে বসেছেন এই উইকেটকিপার ব্যাটার।

এর আগে শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি ও ন্যূনতম ফিফটি করার কৃতিত্ব ছিল শুধু রিকি পন্টিংয়ের। ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে ১২০ ও অপরাজিত ১৪৩ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছিলেন অজি অধিনায়ক।

ঢাকা টেস্টেও সেই নজিরেই নাম লেখালেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ১০৬, আর দ্বিতীয় ইনিংসে খেলেন ৫৩ রানের অপরাজিত ইনিংস। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি ও অন্তত ফিফটির দলিল রাখলেন তিনি।

টেস্টের দ্বিতীয় দিন শেষে মুশফিক বলেছিলেন—“দলের আগে ব্যক্তিগত কিছু নয়।” ইনিংস ঘোষণা হওয়ার সময় সেঞ্চুরির সামনে থাকলেও, অধিনায়ক শান্তর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলকেই এগিয়ে রাখলেন সাবেক অধিনায়ক।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে, ফলে লিড দাঁড়ায় ৫০৮ রানের। জিততে হলে আয়ারল্যান্ডকে করতে হবে ৫০৯ রান—যা গড়তে হবে টেস্ট ইতিহাসের নতুন বিশ্বরেকর্ড। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের, যারা ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল।