বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৩শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছেন মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। (২২নভেম্বর) শনিবার দুপুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র এসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম রাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-০৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
নন্দীগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদেরের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র সিনিয়র কো-অর্ডিনেটর মো. আরিফ আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন,
বগুড়া জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, পৌর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের উদ্যোগ সফল হয়। খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। যারা স্বচ্ছল তারা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসে তবে সমাজে কেউ অনাহারে থাকবে না।
আমি মানুষের দোয়ার ওপরই রাজনীতি করি এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবো। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু সাময়িক সহায়তা নয়, মানুষের মনে আশা ভরসা ও আত্মবিশ্বাস ফেরায়। দোস্ত এইডের মতো সংগঠনগুলো সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিটি ফুড প্যাকেটে ছিল প্রায় ৪০–৪৫ কেজি খাদ্যসামগ্রী—চাল ১০ কেজি, ভোজ্যতেল ২ লিটার, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি, লবণ ৩ কেজি, ডাল ২ কেজি, চিনি ১ কেজি সহ নিত্যপ্রয়োজনীয় মশলা এসব পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
তারা বলেন, একসাথে এত খাবার পাবো এটা আমরা কখনো ভাবিনি। এ সাহায্য আমাদের পরিবারের জন্য অনেক। আমরা দোস্ত এইড এবং সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াত নেতা হাফেজ সাখাওয়াৎ হোসেন।




















