ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ বন্ধ: জাতীয় ক্রীড়া পরিষদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ (নাক) সকল ফেডারেশনকে নির্দেশ দিয়েছে, নির্বাচনী কোনো প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করতে। চিঠিতে ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান স্বাক্ষর করেছেন।

এমন নির্দেশনার কারণ হিসেবে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়গণ দেশের সম্পদ এবং সকল নাগরিকের নিকট একাত্মতার প্রতীক। খেলাধূলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তিকে কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা এলাকার নির্বাচনী প্রার্থীর জন্য জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় শুভেচ্ছা জানাচ্ছেন। যদিও সরাসরি ভোটের আহ্বান ছিল না, ভিডিওর এক অংশে নির্বাচনী প্রতীক ও ছবি প্রদর্শিত হয়। এর প্রেক্ষিতে ক্রীড়া পরিষদ সতর্ক করেছে, খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়ার অনুমতি নেই।

জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে এবং খেলোয়াড়দেরও নির্দেশ দিয়েছে, এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে জাতীয় ক্রীড়ার সুস্থ পরিবেশ বিপন্ন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ বন্ধ: জাতীয় ক্রীড়া পরিষদ

আপডেট সময় ০৭:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ (নাক) সকল ফেডারেশনকে নির্দেশ দিয়েছে, নির্বাচনী কোনো প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করতে। চিঠিতে ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান স্বাক্ষর করেছেন।

এমন নির্দেশনার কারণ হিসেবে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়গণ দেশের সম্পদ এবং সকল নাগরিকের নিকট একাত্মতার প্রতীক। খেলাধূলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তিকে কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা এলাকার নির্বাচনী প্রার্থীর জন্য জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় শুভেচ্ছা জানাচ্ছেন। যদিও সরাসরি ভোটের আহ্বান ছিল না, ভিডিওর এক অংশে নির্বাচনী প্রতীক ও ছবি প্রদর্শিত হয়। এর প্রেক্ষিতে ক্রীড়া পরিষদ সতর্ক করেছে, খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়ার অনুমতি নেই।

জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে এবং খেলোয়াড়দেরও নির্দেশ দিয়েছে, এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে জাতীয় ক্রীড়ার সুস্থ পরিবেশ বিপন্ন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।