ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপের পর মাদেইরাতেই বিয়ে করবেন রোনালদো–জর্জিনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

প্রায় ৮ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। চলতি বছরের আগস্টে বাগদান সারলেও এবার পর্তুগিজ গণমাধ্যম জানাচ্ছে—২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই তাদের বহু প্রতীক্ষিত বিয়ে।

খবরে জানা যায়, রোনালদো ও জর্জিনা ২০২৬ সালের গ্রীষ্মে রোনালদোর জন্মস্থান মাদেইরা দ্বীপে খ্রিস্টীয় ঐতিহ্য অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। বিশ্বকাপ শেষে ফাঞ্চাল ক্যাথেড্রালে মূল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর কাছাকাছি একটি বিলাসবহুল হোটেলে আয়োজন করা হবে জমকালো অভ্যর্থনা অনুষ্ঠান।

হোটেলটি রোনালদোর শৈশব স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত—এর দূরত্ব তার জন্মস্থানের হাসপাতাল থেকে মাত্র ১.৫ মাইল, আর তিনি যে ন্যাসিওনাল দা মাদেইরা ক্লাবে যুব ক্যারিয়ার শুরু করেছিলেন তার মাঠ থেকে মাত্র তিন মাইল দূরে।

রোনালদো–জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে স্পেনে গুচি শোরুমে প্রথম পরিচয়ের মাধ্যমে। ২০১৭ সালে তাদের প্রেমের খবর সামনে আসে। এরপর জর্জিনার কোলজুড়ে রোনালদোর সন্তান জন্ম নেয়, এবং একই সঙ্গে তার অন্য সন্তানদের দেখাশোনার দায়িত্বও পালন করে আসছেন জর্জিনা।

দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি আগস্টে রোনালদো তাকে বিয়ের প্রস্তাব দেন এবং আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন। এখন অপেক্ষা কেবল ২০২৬ সালের মহাগর্জনের—বিশ্বকাপের পর মাদেইরাতে জীবনের সবচেয়ে বড় দিনের।

জনপ্রিয় সংবাদ

২০২৬ বিশ্বকাপের পর মাদেইরাতেই বিয়ে করবেন রোনালদো–জর্জিনা

আপডেট সময় ১১:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

প্রায় ৮ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। চলতি বছরের আগস্টে বাগদান সারলেও এবার পর্তুগিজ গণমাধ্যম জানাচ্ছে—২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই তাদের বহু প্রতীক্ষিত বিয়ে।

খবরে জানা যায়, রোনালদো ও জর্জিনা ২০২৬ সালের গ্রীষ্মে রোনালদোর জন্মস্থান মাদেইরা দ্বীপে খ্রিস্টীয় ঐতিহ্য অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। বিশ্বকাপ শেষে ফাঞ্চাল ক্যাথেড্রালে মূল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর কাছাকাছি একটি বিলাসবহুল হোটেলে আয়োজন করা হবে জমকালো অভ্যর্থনা অনুষ্ঠান।

হোটেলটি রোনালদোর শৈশব স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত—এর দূরত্ব তার জন্মস্থানের হাসপাতাল থেকে মাত্র ১.৫ মাইল, আর তিনি যে ন্যাসিওনাল দা মাদেইরা ক্লাবে যুব ক্যারিয়ার শুরু করেছিলেন তার মাঠ থেকে মাত্র তিন মাইল দূরে।

রোনালদো–জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে স্পেনে গুচি শোরুমে প্রথম পরিচয়ের মাধ্যমে। ২০১৭ সালে তাদের প্রেমের খবর সামনে আসে। এরপর জর্জিনার কোলজুড়ে রোনালদোর সন্তান জন্ম নেয়, এবং একই সঙ্গে তার অন্য সন্তানদের দেখাশোনার দায়িত্বও পালন করে আসছেন জর্জিনা।

দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি আগস্টে রোনালদো তাকে বিয়ের প্রস্তাব দেন এবং আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন। এখন অপেক্ষা কেবল ২০২৬ সালের মহাগর্জনের—বিশ্বকাপের পর মাদেইরাতে জীবনের সবচেয়ে বড় দিনের।