‘শীতার্ত মানুষের পাশে দাঁড়াই’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ‘মানবতার দেয়াল স্থাপন কর্মসূচি’ আয়োজন করে। রাত সাড়ে ১০টায় ঢাকা কলেজ মেইন গেট সংলগ্ন দেয়ালে এ মানবতার দেয়াল স্থাপন করা হয়।
উদ্বোধন করেন ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা সভাপতি মোস্তাকিম আহমেদ। এতে কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা যায়, মিরপুর সড়ক সংলগ্ন সীমানাপ্রাচীরের দেয়ালে দুটি কাপড়ের হ্যাঙ্গার ঝুলানো হয়েছে। একটি ব্যানারের মাধ্যমে সাধারণ মানুষকে মানবতার দেয়ালে স্বেচ্ছায় শীতের কাপড় দান করার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে মোস্তাকিম আহমেদ বলেন, “কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় দেশব্যাপী শীতার্তদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। যারা সামর্থ্যবান, তারা শীতের পোশাক দিতে পারেন। আর যারা শীত নিবারণের সামর্থ্য রাখেন না, তারা আমাদের মানবতার দেয়াল থেকে শীতের পোশাক সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করব।”


























