টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এ জোড় ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরের আগে ইজতেমা সমাপ্ত হবে।
প্রথম দিনই জোড় ইজতেমায় অংশ নিয়েছেন ১৭ দেশের ৪৩৬ জন বিদেশি মেহমান। আয়োজক সূত্রে জানা যায়, পাকিস্তান থেকে ৩০৮ জন, ভারত থেকে ৭০ জন, কিরগিজস্তান ১০ জন, কানাডা ৯ জন, মিয়ানমার ৩ জন, ইয়েমেন ৪ জন, চীন ১ জন, সৌদি আরব ৬ জন, তিউনিসিয়া ১ জন, যুক্তরাজ্য ৭ জন, ইটালি ২ জন, নাইজার ১ জন, আফগানিস্তান ৬ জন, যুক্তরাষ্ট্র ১ জন, জার্মানি ১ জন ও জাপান থেকে ১ জন মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন।
দিনের শুরুতে আম বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। কারগুজারি করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান। বাদ জুমায় বিশ্ব ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন তাবলীগের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবোয়ার।
দিনের অন্যান্য বয়ান দেন—
- বাদ জুমা: বাংলাদেশের মাওলানা ফারুক
- বাদ আসর: পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা
- বাদ মাগরিব: দিল্লির মাওলানা আব্দুর রহমান
জোড় ইজতেমায় অংশ নিতে পারেন শুধুমাত্র তিন চিল্লা বা তদূর্ধ্ব সময় লাগানো দেশ–বিদেশের মুসল্লিরা। কমপক্ষে এক চিল্লা লাগানো ওলামায়ে কেরামও এতে অংশ নেন।
বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক শুরুর প্রায় ৪০ দিন আগে জোড় ইজতেমা আয়োজন করা হয়ে থাকে।
























