রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা আছে, তবে ধর্ম নিয়ে অবজ্ঞা বা বেয়াদবি কোনোভাবেই সহ্য করা হবে না—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় বায়তুল মোকাররম মসজিদে ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “কেউ ধর্ম মানবে, কেউ মানবে না—এটা ব্যক্তিগত অধিকার। কিন্তু ধর্মকে অবজ্ঞা করা বা বিকৃত ব্যাখ্যা দেওয়া চলবে না। এ ধরনের ঘটনার বিচার করার দায়িত্ব রয়েছে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহায়ী। স্বাগত বক্তব্য দেন ইকরার মহাসচিব সাখাওয়াত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওযাসীফ, ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ইন্দোনেশিয়ার মিনিস্টার কাউন্সিলর আহমেদ সাইফুদ্দিন আযহারী এবং ব্রুনাই হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন দেশের হাফেজরা। তাদের এই অর্জন রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হবে।
সকালে শুরু হওয়া এ অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ক্বারিগণ—মিসরের শাইখ আহমদ আল জাওহারি, পাকিস্তানের আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের মাহদী গুলাম নেজাদ ও ফিলিপাইনের মুহাম্মদ নাজির আজগর।




















