চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে থানায় বসে ‘সহায়ক পুলিশ’ ও ‘গোয়েন্দা টিম’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। তাঁর এ কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি ধারণ করা হয় ২০ নভেম্বর বিকেলে মিরসরাই থানা প্রাঙ্গণে। ডাকাতি দমনে উদ্যোগ নিয়ে আলোচনা করতেই তিনি এ মন্তব্য করেন।
ভিডিওতে সাইফুর রহমানকে বলতে শোনা যায়, “আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, পুলিশের সঙ্গে সহকারী হিসেবে সহায়ক পুলিশ লাগে—আমি শিগগিরই শিবির-জামাতের লোক দেব। গোয়েন্দা টিম গঠন করলে সেখানেও বিশেষভাবে লোক সরবরাহ করব।”
তিনি আরও বলেন, “মিরসরাইতে যে ডাকাতি বাড়ছে, দু-একটা ডাকাতকে ধরতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসত। আমরা আপনাদের পাশে থাকতে চাই, তবে নিজেরা গিয়ে তো কাউকে ধরতে পারি না—উল্টো আমাদেরই ডাকাত বলা হবে।”
এ সময় ওসি আতিকুর রহমানকে ভিডিওতে বলতে শোনা যায়, পুলিশের এখন স্থানীয় মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “অন্তত ১৫ দিন আপনারা আমাকে সহযোগিতা করুন, দেখবেন ফল আসবে। আপনার প্রস্তাব আমাকে আনন্দিত করেছে। পাড়া-মহল্লাভিত্তিক টিম গঠন করলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, আমি সরাসরি নজরদারি করব এবং তাদের সুরক্ষাও দেব।”
এই ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে সাইফুর রহমান দাবি করেন, তাঁর বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে। তিনি বলেন, “যারা কেটে-ছেঁটে প্রচার করছে, তারা ডাকাতদের সহযোগী। যেসব আইডি থেকে এগুলো ছড়ানো হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করব।”
মিরসরাই থানার ওসির কাছে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি জরুরি সভার কথা বলে ফোন কেটে দেন এবং আর সাড়া দেননি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই করা হচ্ছে। তিনি আরও মন্তব্য করেন, “পুলিশের সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। কেউ ওভাবে বলতে পারেন না।”

























