ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে যুবদল সভাপতির পরিদর্শন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শুক্রবার যুবদলের একদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান।

জানা গেছে, তারা সিসিইউতে প্রবেশ করতে পারেননি; কাচের বাইরে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুবদল সভাপতি বলেন, “ম্যাডামের অবস্থা ভালো-খারাপ কোনোটাই স্পষ্টভাবে বলা যাচ্ছে না। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।”

তিনি আরও জানান, লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ নিয়মিতভাবে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থরাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার আকস্মিক শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে। শুক্রবার জুমার পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে যুবদল সভাপতির পরিদর্শন

আপডেট সময় ১০:০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শুক্রবার যুবদলের একদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান।

জানা গেছে, তারা সিসিইউতে প্রবেশ করতে পারেননি; কাচের বাইরে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুবদল সভাপতি বলেন, “ম্যাডামের অবস্থা ভালো-খারাপ কোনোটাই স্পষ্টভাবে বলা যাচ্ছে না। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।”

তিনি আরও জানান, লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ নিয়মিতভাবে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থরাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার আকস্মিক শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে। শুক্রবার জুমার পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।