ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১ কোটি ১৭ লাখে নম্বর প্লেট! কোন ব্যবসা করেন হরিয়ানার তরুণ সুধীর কুমার?

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

গাড়ির রেজিস্ট্রেশন নম্বর—মাত্র কয়েকটি অক্ষর ও সংখ্যা। কিন্তু সেই নম্বরই যখন বিক্রি হয় ১ কোটি ১৭ লাখ টাকা দামে, তখন তা স্বাভাবিকভাবেই দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ভারতের ইতিহাসে সবচেয়ে দামী এই নম্বর প্লেটটি কিনেছেন হরিয়ানার হিসারের ৩০ বছর বয়সি ব্যবসায়ী সুধীর কুমার

HR88B8888’—এই অভিনব ভিআইপি নম্বরটির নিলাম শুরু হয়েছিল মাত্র ৫০ হাজার টাকা দিয়ে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত “৮৮” সংখ্যা, নম্বরটির অনন্য বিন্যাস এবং ভক্তদের আগ্রহ মিলিয়ে দাম চড়তে চড়তে তা পৌঁছে যায় আকাশছোঁয়া উচ্চতায়।

হরিয়ানার সরকারি ভিআইপি নম্বর পোর্টালে তিন দিনের তীব্র নিলামযুদ্ধের পর বুধবার বিকেল ৫টার মধ্যে রেকর্ড গড়া ১.১৭ কোটি টাকায় নম্বরটি অর্জন করেন সুধীর। যদিও এখনো পুরো টাকা জমা দেননি তিনি—জমা হয়েছে কেবল ১১,০০০ টাকা (রেজিস্ট্রেশন ফি ও নিরাপত্তা আমানত)। পুরো অর্থ পরিশোধের জন্য তাকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।

কেন এত দাম উঠল এই নম্বরে?

  • জ্যোতিষশাস্ত্রে “৮৮”—প্রাচুর্য ও সৌভাগ্যের প্রতীক
  • B’ অক্ষরটি দূর থেকে দেখতে অনেকটা ‘৮’-এর মতো
  • নম্বরটির অনন্যতা
  • ধনীদের মধ্যে ভিআইপি নম্বরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা

সুধীর কুমার—কে তিনি?

দেশের বহু মানুষের মনে এখন প্রশ্ন—কী এমন করেন এই ৩০ বছর বয়সি যুবক যে কোটি টাকা খরচ করে নম্বর প্লেট কিনতে পারেন?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী—

  • সুধীর একজন বহুমুখী ব্যবসায়ী
  • পরিবহন ব্যবসা রয়েছে
  • পরিচালনা করেন একটি সফটওয়্যার কোম্পানি
  • তৈরি করছেন বাণিজ্যিক পরিবহনের জন্য একটি মোবাইল অ্যাপ

নিজের ভাষায় সুধীর বলেন—

“টাকার কথা ভেবে এই নম্বর কিনিনি। নির্দিষ্ট কোনও কারণও নেই। নম্বরটা আমার ভালো লেগেছে, তাই দর বাড়াতে থাকি।”

কোন গাড়িতে তিনি এই নম্বরটি ব্যবহার করবেন, তা এখনও ঠিক করেননি।

ভারতে এর আগেও কোটি টাকার কাছাকাছি মূল্য উঠেছে অনেক রেজিস্ট্রেশন নম্বরের ক্ষেত্রে, কিন্তু সুধীরের কেনা এই নম্বর এবার নতুন ইতিহাস লিখল।


 

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

১ কোটি ১৭ লাখে নম্বর প্লেট! কোন ব্যবসা করেন হরিয়ানার তরুণ সুধীর কুমার?

আপডেট সময় ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

গাড়ির রেজিস্ট্রেশন নম্বর—মাত্র কয়েকটি অক্ষর ও সংখ্যা। কিন্তু সেই নম্বরই যখন বিক্রি হয় ১ কোটি ১৭ লাখ টাকা দামে, তখন তা স্বাভাবিকভাবেই দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ভারতের ইতিহাসে সবচেয়ে দামী এই নম্বর প্লেটটি কিনেছেন হরিয়ানার হিসারের ৩০ বছর বয়সি ব্যবসায়ী সুধীর কুমার

HR88B8888’—এই অভিনব ভিআইপি নম্বরটির নিলাম শুরু হয়েছিল মাত্র ৫০ হাজার টাকা দিয়ে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত “৮৮” সংখ্যা, নম্বরটির অনন্য বিন্যাস এবং ভক্তদের আগ্রহ মিলিয়ে দাম চড়তে চড়তে তা পৌঁছে যায় আকাশছোঁয়া উচ্চতায়।

হরিয়ানার সরকারি ভিআইপি নম্বর পোর্টালে তিন দিনের তীব্র নিলামযুদ্ধের পর বুধবার বিকেল ৫টার মধ্যে রেকর্ড গড়া ১.১৭ কোটি টাকায় নম্বরটি অর্জন করেন সুধীর। যদিও এখনো পুরো টাকা জমা দেননি তিনি—জমা হয়েছে কেবল ১১,০০০ টাকা (রেজিস্ট্রেশন ফি ও নিরাপত্তা আমানত)। পুরো অর্থ পরিশোধের জন্য তাকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।

কেন এত দাম উঠল এই নম্বরে?

  • জ্যোতিষশাস্ত্রে “৮৮”—প্রাচুর্য ও সৌভাগ্যের প্রতীক
  • B’ অক্ষরটি দূর থেকে দেখতে অনেকটা ‘৮’-এর মতো
  • নম্বরটির অনন্যতা
  • ধনীদের মধ্যে ভিআইপি নম্বরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা

সুধীর কুমার—কে তিনি?

দেশের বহু মানুষের মনে এখন প্রশ্ন—কী এমন করেন এই ৩০ বছর বয়সি যুবক যে কোটি টাকা খরচ করে নম্বর প্লেট কিনতে পারেন?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী—

  • সুধীর একজন বহুমুখী ব্যবসায়ী
  • পরিবহন ব্যবসা রয়েছে
  • পরিচালনা করেন একটি সফটওয়্যার কোম্পানি
  • তৈরি করছেন বাণিজ্যিক পরিবহনের জন্য একটি মোবাইল অ্যাপ

নিজের ভাষায় সুধীর বলেন—

“টাকার কথা ভেবে এই নম্বর কিনিনি। নির্দিষ্ট কোনও কারণও নেই। নম্বরটা আমার ভালো লেগেছে, তাই দর বাড়াতে থাকি।”

কোন গাড়িতে তিনি এই নম্বরটি ব্যবহার করবেন, তা এখনও ঠিক করেননি।

ভারতে এর আগেও কোটি টাকার কাছাকাছি মূল্য উঠেছে অনেক রেজিস্ট্রেশন নম্বরের ক্ষেত্রে, কিন্তু সুধীরের কেনা এই নম্বর এবার নতুন ইতিহাস লিখল।