ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী ইন্তেকাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, প্রবীণ আলেমে দ্বীন ও বর্ষীয়ান মুরব্বি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী ইন্তেকাল করেছেন। শনিবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। তিনি রাজধানীর মানিকনগর মাদরাসাসহ একাধিক মাদরাসায় হাদিসের দারস দিতেন এবং দীর্ঘদিন আলেম সমাজে জ্ঞানচর্চা ও দাওয়াতি কাজে যুক্ত ছিলেন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। যৌথ শোকবার্তায় তারা বলেন, “মাওলানা কুদ্দুস কাসেমী ছিলেন প্রজ্ঞাবান, দূরদর্শী ও খাঁটি আহলে হক আলেম। জমিয়তের আদর্শ বাস্তবায়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে আমরা একজন অভিভাবক হারালাম।”

নেতারা তার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও অনুসারীদের ধৈর্য ধারণের তাওফিক দেন।

জনপ্রিয় সংবাদ

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী ইন্তেকাল

আপডেট সময় ০৪:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, প্রবীণ আলেমে দ্বীন ও বর্ষীয়ান মুরব্বি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী ইন্তেকাল করেছেন। শনিবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। তিনি রাজধানীর মানিকনগর মাদরাসাসহ একাধিক মাদরাসায় হাদিসের দারস দিতেন এবং দীর্ঘদিন আলেম সমাজে জ্ঞানচর্চা ও দাওয়াতি কাজে যুক্ত ছিলেন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। যৌথ শোকবার্তায় তারা বলেন, “মাওলানা কুদ্দুস কাসেমী ছিলেন প্রজ্ঞাবান, দূরদর্শী ও খাঁটি আহলে হক আলেম। জমিয়তের আদর্শ বাস্তবায়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে আমরা একজন অভিভাবক হারালাম।”

নেতারা তার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও অনুসারীদের ধৈর্য ধারণের তাওফিক দেন।