ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিলখানা হত্যা তদন্ত প্রতিবেদন প্রকাশে প্রস্তুত জাতীয় স্বাধীন কমিশন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রবিবার তাদের মেয়াদের শেষ দিনে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান শনিবার গণমাধ্যমকে জানান, রবিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম ভবনে কমিশনের তদন্ত অগ্রগতি ও প্রতিবেদন সম্পর্কে জানানো হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনের আগেই কমিশন তাদের তদন্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জমা দিতে পারে।

এদিকে আগামী সোমবার সকাল পৌনে ১১টায় রাওয়া ক্লাবের ঈগল হলে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারবর্গ জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করবে।

গত বছর ২৩ ডিসেম্বর, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞ তদন্তের জন্য সাত সদস্যের স্বাধীন জাতীয় কমিশন গঠন করা হয়। সাবেক বিডিআর মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিশনে সামরিক বাহিনীর দুই কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষক, সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা এবং পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

পরে কমিশনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। রবিবার তাদের বর্ধিত মেয়াদের শেষ দিন।

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

পিলখানা হত্যা তদন্ত প্রতিবেদন প্রকাশে প্রস্তুত জাতীয় স্বাধীন কমিশন

আপডেট সময় ১১:০০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রবিবার তাদের মেয়াদের শেষ দিনে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান শনিবার গণমাধ্যমকে জানান, রবিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম ভবনে কমিশনের তদন্ত অগ্রগতি ও প্রতিবেদন সম্পর্কে জানানো হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনের আগেই কমিশন তাদের তদন্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জমা দিতে পারে।

এদিকে আগামী সোমবার সকাল পৌনে ১১টায় রাওয়া ক্লাবের ঈগল হলে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারবর্গ জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করবে।

গত বছর ২৩ ডিসেম্বর, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞ তদন্তের জন্য সাত সদস্যের স্বাধীন জাতীয় কমিশন গঠন করা হয়। সাবেক বিডিআর মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিশনে সামরিক বাহিনীর দুই কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষক, সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা এবং পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

পরে কমিশনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। রবিবার তাদের বর্ধিত মেয়াদের শেষ দিন।