অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন আইন আগামী ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে। সরকারের তরফে সতর্ক করা হয়েছে, যেসব ‘এইজ রেস্ট্রিক্টেড’ প্ল্যাটফর্ম শিশুদের বয়স যাচাই না করে ব্যবহার করতে দেয়, তাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে, তা না হলে লাখ লাখ ডলারের জরিমানা ভোগ করতে হবে।
অ্যাল সেন্টস অ্যাঙ্গলিকান স্কুলে ৩শ’ শিক্ষার্থীর জন্য অনুষ্ঠিত এক সভায় শিশুদের সচেতন করার জন্য নতুন বিধিনিষেধের ব্যাপারে ক্যাম্পেইন চালানো হয়েছে। নতুন নিয়ন্ত্রণের আওতায় থাকা প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে স্ন্যাপচ্যাট, ফেসবুক, ইনস্টাগ্রাম, কিক, রেডডিট, থ্রেডস, টিকটক, এক্স এবং ইউটিউব।
অস্ট্রেলিয়ার সরকার বলেছে, লক্ষ্য শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো জানিয়েছে, তারা ইতিমধ্যেই নিরাপদ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।


























