ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা চত্বর মামলায় শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট; ১২ জানুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত কথিত গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এই আদেশ প্রদান করে। অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ। তিনি মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাকে হাজির করার নির্দেশ দেয়। বর্তমানে তিনি অন্য মামলায় কারাবন্দী।

এর আগে, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে আগামী ১২ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে ২১ জন অভিযুক্তের মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার অভিযোগ হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করেন। জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে এই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনেসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গবেষকসহ মোট ২১ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

শাপলা চত্বর মামলায় শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট; ১২ জানুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

আপডেট সময় ০৫:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত কথিত গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এই আদেশ প্রদান করে। অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ। তিনি মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাকে হাজির করার নির্দেশ দেয়। বর্তমানে তিনি অন্য মামলায় কারাবন্দী।

এর আগে, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে আগামী ১২ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে ২১ জন অভিযুক্তের মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার অভিযোগ হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করেন। জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে এই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনেসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গবেষকসহ মোট ২১ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।