ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে প্রতিবন্ধী ভিক্ষুককে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি কর্মী পলাতক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামে আজিমউদ্দিন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে এক মধ্যবয়সী শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী ভিক্ষুককে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। চার দিন ধরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ভুক্তভোগী গত শনিবার রাতে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে নারীটি জানান, তার স্বামী ছয় মাস আগে মারা গেছেন এবং তিনি বাড়ি বাড়ি ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আজিমউদ্দিন কৌশলে তার টিনের দোচালা ঘরে ঢুকে অশ্লীল আচরণ শুরু করেন এবং একপর্যায়ে তাকে জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আজিমউদ্দিন পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্যদের অবহিত করলে সোনারগাঁ থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস দেন বলে অভিযোগকারীর দাবি। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সোহেল রানা বলেন, “আজিমউদ্দিন আমাদের এলাকার মানুষ এবং দলের কর্মী হলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ সত্য নয়। পুলিশ এসে নারীটিকে থানায় নিয়ে গেছে।”

অভিযুক্ত আজিমউদ্দিন ঘটনার পর থেকে পলাতক। তার ব্যবহৃত মোবাইল নম্বরেও যোগাযোগ করা যায়নি।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং থানায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।


 

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সোনারগাঁয়ে প্রতিবন্ধী ভিক্ষুককে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি কর্মী পলাতক

আপডেট সময় ০৬:১৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামে আজিমউদ্দিন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে এক মধ্যবয়সী শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী ভিক্ষুককে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। চার দিন ধরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ভুক্তভোগী গত শনিবার রাতে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে নারীটি জানান, তার স্বামী ছয় মাস আগে মারা গেছেন এবং তিনি বাড়ি বাড়ি ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আজিমউদ্দিন কৌশলে তার টিনের দোচালা ঘরে ঢুকে অশ্লীল আচরণ শুরু করেন এবং একপর্যায়ে তাকে জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আজিমউদ্দিন পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্যদের অবহিত করলে সোনারগাঁ থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস দেন বলে অভিযোগকারীর দাবি। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সোহেল রানা বলেন, “আজিমউদ্দিন আমাদের এলাকার মানুষ এবং দলের কর্মী হলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ সত্য নয়। পুলিশ এসে নারীটিকে থানায় নিয়ে গেছে।”

অভিযুক্ত আজিমউদ্দিন ঘটনার পর থেকে পলাতক। তার ব্যবহৃত মোবাইল নম্বরেও যোগাযোগ করা যায়নি।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং থানায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।