ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের মানড়া: গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে জুলাই স্মৃতিস্তম্ভ দগ্ধ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

 

মানিকগঞ্জের মানড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাত সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে কালো হয়ে যায়।

সম্প্রতি সাতক্ষীরা, ফেনী, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের অগ্নিসংযোগের ঘটনার পর মানিকগঞ্জেও এ ঘটনা স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দু’জন ব্যক্তি আগে থেকে প্রস্তুত করা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, জুলাই স্মৃতিস্তম্ভে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগের এক সপ্তাহ পার হলেও সরকারি বাসভবন ছাড়েননি দুই ছাত্র উপদেষ্টা

মানিকগঞ্জের মানড়া: গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে জুলাই স্মৃতিস্তম্ভ দগ্ধ

আপডেট সময় ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

 

মানিকগঞ্জের মানড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাত সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে কালো হয়ে যায়।

সম্প্রতি সাতক্ষীরা, ফেনী, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের অগ্নিসংযোগের ঘটনার পর মানিকগঞ্জেও এ ঘটনা স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দু’জন ব্যক্তি আগে থেকে প্রস্তুত করা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, জুলাই স্মৃতিস্তম্ভে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।