ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে অপপ্রচার: ভুঁইফোড় পেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক ও বানোয়াট তথ্য ছড়ানোর বিরুদ্ধে তিনি মামলা করবেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রাইসুল ইসলামের সুপারিশ প্রকাশের পর থেকেই তাকে নিয়ে নানা ভুয়া ফটোকার্ড ও অপপ্রচার চালানো হচ্ছে।

সাদিক কায়েম জানান, রাইসুল ইসলামকে আইনের আওতায় আনতে তিনি গত কয়েকদিন ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন–বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলসহ সরকারের বিভিন্ন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু রাইসুল ইসলাম নয়, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত অন্যান্য ছাত্রলীগ সদস্যদের বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

তার অভিযোগ, অতীতের মতো আবারও কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ থেকে তার নামে ভুয়া তথ্য ও ফটোকার্ড ছড়ানো হচ্ছে। এসব পেজের বিরুদ্ধে সোমবার (১ ডিসেম্বর) আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগের এক সপ্তাহ পার হলেও সরকারি বাসভবন ছাড়েননি দুই ছাত্র উপদেষ্টা

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে অপপ্রচার: ভুঁইফোড় পেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

আপডেট সময় ০১:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক ও বানোয়াট তথ্য ছড়ানোর বিরুদ্ধে তিনি মামলা করবেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রাইসুল ইসলামের সুপারিশ প্রকাশের পর থেকেই তাকে নিয়ে নানা ভুয়া ফটোকার্ড ও অপপ্রচার চালানো হচ্ছে।

সাদিক কায়েম জানান, রাইসুল ইসলামকে আইনের আওতায় আনতে তিনি গত কয়েকদিন ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন–বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলসহ সরকারের বিভিন্ন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু রাইসুল ইসলাম নয়, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত অন্যান্য ছাত্রলীগ সদস্যদের বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

তার অভিযোগ, অতীতের মতো আবারও কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ থেকে তার নামে ভুয়া তথ্য ও ফটোকার্ড ছড়ানো হচ্ছে। এসব পেজের বিরুদ্ধে সোমবার (১ ডিসেম্বর) আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।