কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া অঞ্চলের মানুষ কয়েক সেকেন্ডের হালকা কম্পন টের পান।
এ ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, কম্পনটি ছিল স্বল্পমাত্রার, তবে রাতের সময় হওয়ায় অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বের হয়ে আসেন। এলাকায় সাময়িক উৎকণ্ঠা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯। সংস্থার তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়। একই তথ্য নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)।
মিয়ানমারে সৃষ্ট এই কম্পন চট্টগ্রামেও অনুভূত হয়েছে। গত কয়েক দিনে এটি নিয়ে বাংলাদেশে অষ্টমবারের মতো ভূমিকম্পের ঘটনা ঘটল। ধারাবাহিক কম্পনের সূত্রপাত হয়েছিল ২১ নভেম্বর, যখন নরসিংদী অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্পে পুরো দেশ কেঁপে ওঠে। এরপর থেকে একের পর এক মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।


























