ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে বসেই অনার্স পরীক্ষার প্রস্তুতি: সাবিনা আক্তার তুহিনের আবেদনে আদালতের অনুমতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী। আসন্ন তৃতীয় সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি কারাগারে বই পাঠানোর আবেদন করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আবেদনটি করেন। শুনানি শেষে আদালত কারাগারে বই সরবরাহের নির্দেশ দেন।

আইনজীবী জানান, তুহিন নিয়মিতভাবে অনার্সের পড়াশোনা করছেন এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সামনে। তাই কারাগারে থেকেও যেন প্রস্তুতি নিতে পারেন, সে জন্য বই সরবরাহের অনুমতি চাওয়া হয়।

গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাসা থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন। এখন পর্যন্ত হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবিরোধী আইনের পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তার আইনজীবী।

২০১৪ সালের মার্চে সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সাবিনা আক্তার তুহিন। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে পরে অভিমানে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন যুব মহিলা লীগের এই সাবেক নেত্রী।

জনপ্রিয় সংবাদ

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, সমালোচনার ঝড়

কারাগারে বসেই অনার্স পরীক্ষার প্রস্তুতি: সাবিনা আক্তার তুহিনের আবেদনে আদালতের অনুমতি

আপডেট সময় ০৬:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী। আসন্ন তৃতীয় সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি কারাগারে বই পাঠানোর আবেদন করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আবেদনটি করেন। শুনানি শেষে আদালত কারাগারে বই সরবরাহের নির্দেশ দেন।

আইনজীবী জানান, তুহিন নিয়মিতভাবে অনার্সের পড়াশোনা করছেন এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সামনে। তাই কারাগারে থেকেও যেন প্রস্তুতি নিতে পারেন, সে জন্য বই সরবরাহের অনুমতি চাওয়া হয়।

গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাসা থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন। এখন পর্যন্ত হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবিরোধী আইনের পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তার আইনজীবী।

২০১৪ সালের মার্চে সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সাবিনা আক্তার তুহিন। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে পরে অভিমানে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন যুব মহিলা লীগের এই সাবেক নেত্রী।