ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

 

রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) আসাদুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি এবং যুগ্ম সদস্যসচিব সোয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই দিনের মধ্যে লিখিত এবং সশরীরে উপস্থিত হয়ে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা ব্যাখ্যা দিতে আহ্বায়ক তারিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম নির্দেশ দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন জেলা কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে। সভাটি পণ্ড করতে সেখানে যান মেহেদী ফারাবি ও সোয়াইবসহ কয়েকজন এনসিপি নেতা-কর্মী। তাঁরা অভিযোগ করেন, নবনির্বাচিত আহ্বায়ক সাইফুল ইসলাম নাকি আওয়ামী লীগের ঘনিষ্ঠ—এ কারণে তাঁর পদত্যাগ দাবি করেন।

এ সময় সাংবাদিকেরা সম্মেলনকক্ষে সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ সম্মেলনকক্ষে ঢুকে সোয়াইব আহমেদ বলেন, “ভাই, সাংবাদিক যাঁরা আছেন, এটা যদি এখনই বন্ধ না করেন, আপনাদেরসহ তালা মেরে দেব। পায়খানা-প্রস্রাব সব এখানেই করতে হবে।” পাশ থেকে ফারাবি যোগ করেন, “এত লোক বাইরে বসে আছে, আপনারা ফাইজলামি করছেন নাকি?”

তাঁদের এমন হুমকির ঘটনাটি ভিডিওসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। রাতেই ঘটনাটির নিন্দা জানিয়ে বিবৃতি দেয় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা। মঙ্গলবার রাজশাহী এডিটরস ফোরামও বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানায়। সাংবাদিক সংগঠনগুলো ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করে অবিলম্বে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা-৮ আসনে প্রার্থী ইস্যুতে হাদী–জামায়াত প্রসঙ্গ: ইলিয়াস হোসেনের আবেগঘন পোস্ট

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

আপডেট সময় ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

 

রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) আসাদুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি এবং যুগ্ম সদস্যসচিব সোয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই দিনের মধ্যে লিখিত এবং সশরীরে উপস্থিত হয়ে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা ব্যাখ্যা দিতে আহ্বায়ক তারিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম নির্দেশ দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন জেলা কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে। সভাটি পণ্ড করতে সেখানে যান মেহেদী ফারাবি ও সোয়াইবসহ কয়েকজন এনসিপি নেতা-কর্মী। তাঁরা অভিযোগ করেন, নবনির্বাচিত আহ্বায়ক সাইফুল ইসলাম নাকি আওয়ামী লীগের ঘনিষ্ঠ—এ কারণে তাঁর পদত্যাগ দাবি করেন।

এ সময় সাংবাদিকেরা সম্মেলনকক্ষে সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ সম্মেলনকক্ষে ঢুকে সোয়াইব আহমেদ বলেন, “ভাই, সাংবাদিক যাঁরা আছেন, এটা যদি এখনই বন্ধ না করেন, আপনাদেরসহ তালা মেরে দেব। পায়খানা-প্রস্রাব সব এখানেই করতে হবে।” পাশ থেকে ফারাবি যোগ করেন, “এত লোক বাইরে বসে আছে, আপনারা ফাইজলামি করছেন নাকি?”

তাঁদের এমন হুমকির ঘটনাটি ভিডিওসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। রাতেই ঘটনাটির নিন্দা জানিয়ে বিবৃতি দেয় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা। মঙ্গলবার রাজশাহী এডিটরস ফোরামও বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানায়। সাংবাদিক সংগঠনগুলো ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করে অবিলম্বে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।