নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতরের বাচ্চা বিড়াল খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নাসির উদ্দিন শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৩০ নভেম্বর) নাসির উদ্দীনের বাড়ির একটি কবুতরের বাচ্চা প্রতিবেশী আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে তিনি প্রতিবাদ জানাতে প্রতিবেশীর বাড়িতে যান। এসময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে আসাদুল্লাহ, তার স্ত্রী জুলেখা আক্তার বেবি, ছেলে আবির-অভি, রকমত উল্লাহর ছেলে রাসেলসহ আরও কয়েকজন নাসির উদ্দিনের ওপর হামলা চালায়। দুই পক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তিনদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, নিহতের ভাই আকতার হোসেনের করা অভিযোগটি এখন হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।





















