ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফ আগ্রাসন ঠেকাতে কাস্তে হাতে ভাইরাল কৃষক বাবুলকে বিজিবির সংবর্ধনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের জমিতে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঠেকাতে কাস্তে হাতে দাঁড়িয়ে ভাইরাল হওয়া কৃষক বাবুল আলীকে সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতার নির্মাণে কাজ শুরু করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধার মুখে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এসময় মাটির বাংকারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পেছনে কাস্তে হাতে দাঁড়িয়ে প্রতিরোধে অংশ নেন স্থানীয় কৃষক বাবুল আলী। মুহূর্তেই তার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিজিবি জানায়, সীমান্ত আইন অমান্য করে বিএসএফ শুধু বেআইনি নির্মাণই নয়; পরবর্তী কয়েকদিন ভারতীয় নাগরিকরা তাদের সহযোগিতায় বাংলাদেশের নাগরিকদের আমগাছও কেটে ফেলে। তখন বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং আগ্রাসন প্রতিহত করে। এ সময় সাহসিকতার পরিচয় দিয়ে আলোচনায় আসেন কৃষক বাবুল আলী।

সংবর্ধনা পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাবুল আলী বলেন,
“খুব ভালো লাগছে। জানুয়ারিতে যেমনভাবে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, তেমনি ভবিষ্যতেও দেশের মাটি রক্ষায় জীবন দিতেও প্রস্তুত আছি।”

তিনি আরও বলেন, দেশের মাটিকে কেউ দখল করতে চাইলে তা প্রতিহত করতে সীমান্তবাসী সবসময় বিজিবির পাশে থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন। সীমান্ত রক্ষায় স্থানীয় জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, ৫৩ এবং ৫৯ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তাসহ প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার বিচারের দাবিতে জবি শিবিরের বিক্ষোভের ডাক

সীমান্তে বিএসএফ আগ্রাসন ঠেকাতে কাস্তে হাতে ভাইরাল কৃষক বাবুলকে বিজিবির সংবর্ধনা

আপডেট সময় ০৬:২৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের জমিতে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঠেকাতে কাস্তে হাতে দাঁড়িয়ে ভাইরাল হওয়া কৃষক বাবুল আলীকে সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতার নির্মাণে কাজ শুরু করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধার মুখে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এসময় মাটির বাংকারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পেছনে কাস্তে হাতে দাঁড়িয়ে প্রতিরোধে অংশ নেন স্থানীয় কৃষক বাবুল আলী। মুহূর্তেই তার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিজিবি জানায়, সীমান্ত আইন অমান্য করে বিএসএফ শুধু বেআইনি নির্মাণই নয়; পরবর্তী কয়েকদিন ভারতীয় নাগরিকরা তাদের সহযোগিতায় বাংলাদেশের নাগরিকদের আমগাছও কেটে ফেলে। তখন বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং আগ্রাসন প্রতিহত করে। এ সময় সাহসিকতার পরিচয় দিয়ে আলোচনায় আসেন কৃষক বাবুল আলী।

সংবর্ধনা পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাবুল আলী বলেন,
“খুব ভালো লাগছে। জানুয়ারিতে যেমনভাবে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, তেমনি ভবিষ্যতেও দেশের মাটি রক্ষায় জীবন দিতেও প্রস্তুত আছি।”

তিনি আরও বলেন, দেশের মাটিকে কেউ দখল করতে চাইলে তা প্রতিহত করতে সীমান্তবাসী সবসময় বিজিবির পাশে থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন। সীমান্ত রক্ষায় স্থানীয় জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, ৫৩ এবং ৫৯ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তাসহ প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।