নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে বিআরটিসি ডিপোতে থাকা দুইটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ডিপোর ভেতরে এ নাশকতার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ১০–১৫ মিনিটের মধ্যেই মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গামী দুইটি বাস পুরোপুরি পুড়ে যায়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান জানান, এটি স্পষ্ট নাশকতা এবং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে তার সন্দেহ। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়।


























