ঢাকার বাইরে নিরিবিলি লোকেশনে চলছে সিনেমা ‘মালিক’–এর শুটিং। এরই মাঝে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। শুটিং ইউনিট সূত্র জানায়, পরিকল্পিত আগুনের দৃশ্যে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত শিখা লাগার কথা থাকলেও ক্যামেরা চলতে শুরু করতেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই শিখা সরাসরি তাঁর পায়ে লেগে যায়।
তীব্র তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান শুভ। ইউনিট সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। আগুন নেভানো গেলেও তাঁর পায়ে দগ্ধচিহ্ন সৃষ্টি হয়। পরিচালক শুট বন্ধ করার সিদ্ধান্ত নিলেও শুভ পিছিয়ে যাননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই দৃশ্যের কাজ শেষ করেন তিনি।
সূত্র জানায়, ক্ষত নিয়েও শুভ নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন। ঈদুল ফিতরকে লক্ষ্য করে মুক্তির প্রস্তুতি চলছে ‘মালিক’–এর, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। ছবিটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।


























