ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প, ‘আল্লাহর খেলা’: শেখ হাসিনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ঘটে যাওয়া ধারাবাহিক ভূমিকম্পকে ‘আল্লাহর খেলা’ হিসেবে অভিহিত করেছেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো এক অডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই চট্টগ্রাম বন্দরের লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপর দেশে একের পর এক ভূমিকম্প ঘটে। তার ভাষায়, “এটা আল্লাহরই একটা খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিলো, সেদিনই পোর্ট বিক্রির চুক্তি করে ফেললো। তারপরই পরপর দুদিন ব্যাপক ভূমিকম্প হলো।”

ভূমিকম্পে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে বর্তমানে উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থায় ‘ব্যবস্থাপনা দুর্বলতা’ রয়েছে বলেও অভিযোগ করেন।
তিনি বলেন, “আমি ক্ষমতায় থাকলে এ রকম হতো না। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম। তারা সব দিকেই ব্যর্থ।”

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন। একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন পাঁচ বছরের কারাদণ্ড পান। ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ বেঞ্চ এই রায় ঘোষণা করে।

এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার প্রক্রিয়া নিয়েও তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা। হাইকোর্টে করা রিটের শুনানিতে গত ৪ ডিসেম্বর এক বিচারপতি লিজ প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দিলেও অন্য বিচারপতি রিট খারিজের মত দেন।

এ বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভবন ফাটল দেখা দেয় এবং ১০ জন প্রাণ হারান। এরপর ২২, ২৩, ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর দেশে আরও কয়েকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়।


 

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প, ‘আল্লাহর খেলা’: শেখ হাসিনা

আপডেট সময় ০৫:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ঘটে যাওয়া ধারাবাহিক ভূমিকম্পকে ‘আল্লাহর খেলা’ হিসেবে অভিহিত করেছেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো এক অডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই চট্টগ্রাম বন্দরের লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপর দেশে একের পর এক ভূমিকম্প ঘটে। তার ভাষায়, “এটা আল্লাহরই একটা খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিলো, সেদিনই পোর্ট বিক্রির চুক্তি করে ফেললো। তারপরই পরপর দুদিন ব্যাপক ভূমিকম্প হলো।”

ভূমিকম্পে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে বর্তমানে উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থায় ‘ব্যবস্থাপনা দুর্বলতা’ রয়েছে বলেও অভিযোগ করেন।
তিনি বলেন, “আমি ক্ষমতায় থাকলে এ রকম হতো না। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম। তারা সব দিকেই ব্যর্থ।”

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন। একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন পাঁচ বছরের কারাদণ্ড পান। ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ বেঞ্চ এই রায় ঘোষণা করে।

এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার প্রক্রিয়া নিয়েও তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা। হাইকোর্টে করা রিটের শুনানিতে গত ৪ ডিসেম্বর এক বিচারপতি লিজ প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দিলেও অন্য বিচারপতি রিট খারিজের মত দেন।

এ বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভবন ফাটল দেখা দেয় এবং ১০ জন প্রাণ হারান। এরপর ২২, ২৩, ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর দেশে আরও কয়েকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়।