ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সন্তানহারা মা কুকুর টমের বেদনা ভোলে নতুন চার কুকুরছানা পেয়ে জীবনে ফিরে এসেছে আশা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে এক রোমহর্ষক ঘটনায় বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে ৮টি কুকুরছানাকে হত্যা করা হলে দেশব্যাপী তীব্র সমালোচনা শুরু হয়। সেই ঘটনায় বেদনায় ভেঙে পড়েছিল মা কুকুর টম। তবে সম্প্রতি টমের বেদনা কিছুটা ভোলে নতুন চারটি কুকুরছানা পেয়েছে, যাদের দুধ খাওয়াচ্ছে ও আদর করছে মা কুকুরটি, ঠিক যেন তার আগের সন্তানদের মতোই।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (৩ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পরামর্শে স্বেচ্ছাসেবী সংগঠন ঈশ্বরদীয়ান থেকে দুইটি নবজাতক কুকুরছানা টমের কাছে আনা হয়। সংগঠনের কর্মকর্তারা প্রথমে টমের দুধ ছানা দুটির শরীরে মাখিয়ে দেন। মুহূর্তেই মা কুকুরটি তাদের কাছে টেনে নেন এবং দুধ খাওয়াতে শুরু করেন। এরপর বৃহস্পতিবার আরও দুটি কুকুরছানা এনে একই পদ্ধতিতে মা কুকুরের দুধ খাওয়ানো হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “আমরা টমকে আবারও সন্তানহারা অসহায়ত্বের নতুন জীবন ফিরিয়ে দিতে পেরেছি। কিছু দিন আগেও উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীদের মনে হত বেদনায় ভরা টমের ছবি। এখন আমরা দেখছি সে নতুন ছানাদের প্রতি আগের মতোই স্নেহ ও যত্ন দেখাচ্ছে।”

স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র শাহরিয়ার অমিত জানান, “টম ৮টি ছানা হারানোর পর মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিল। নতুন চার ছানা পেয়ে তার সব বেদনা অনেকটা ভুলে গেছে। এটা আমাদের হৃদয়েও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।”

নবদম্পতিদের মতো টমও তার নতুন সন্তানদের পেয়ে আবারও জীবনে আশা ফিরে পেয়েছে। এ ঘটনায় স্থানীয়রা প্রকৃতির সহানুভূতি ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ দেখতে পাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

সন্তানহারা মা কুকুর টমের বেদনা ভোলে নতুন চার কুকুরছানা পেয়ে জীবনে ফিরে এসেছে আশা

আপডেট সময় ০৮:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

পাবনার ঈশ্বরদীতে এক রোমহর্ষক ঘটনায় বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে ৮টি কুকুরছানাকে হত্যা করা হলে দেশব্যাপী তীব্র সমালোচনা শুরু হয়। সেই ঘটনায় বেদনায় ভেঙে পড়েছিল মা কুকুর টম। তবে সম্প্রতি টমের বেদনা কিছুটা ভোলে নতুন চারটি কুকুরছানা পেয়েছে, যাদের দুধ খাওয়াচ্ছে ও আদর করছে মা কুকুরটি, ঠিক যেন তার আগের সন্তানদের মতোই।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (৩ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পরামর্শে স্বেচ্ছাসেবী সংগঠন ঈশ্বরদীয়ান থেকে দুইটি নবজাতক কুকুরছানা টমের কাছে আনা হয়। সংগঠনের কর্মকর্তারা প্রথমে টমের দুধ ছানা দুটির শরীরে মাখিয়ে দেন। মুহূর্তেই মা কুকুরটি তাদের কাছে টেনে নেন এবং দুধ খাওয়াতে শুরু করেন। এরপর বৃহস্পতিবার আরও দুটি কুকুরছানা এনে একই পদ্ধতিতে মা কুকুরের দুধ খাওয়ানো হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “আমরা টমকে আবারও সন্তানহারা অসহায়ত্বের নতুন জীবন ফিরিয়ে দিতে পেরেছি। কিছু দিন আগেও উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীদের মনে হত বেদনায় ভরা টমের ছবি। এখন আমরা দেখছি সে নতুন ছানাদের প্রতি আগের মতোই স্নেহ ও যত্ন দেখাচ্ছে।”

স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র শাহরিয়ার অমিত জানান, “টম ৮টি ছানা হারানোর পর মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিল। নতুন চার ছানা পেয়ে তার সব বেদনা অনেকটা ভুলে গেছে। এটা আমাদের হৃদয়েও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।”

নবদম্পতিদের মতো টমও তার নতুন সন্তানদের পেয়ে আবারও জীবনে আশা ফিরে পেয়েছে। এ ঘটনায় স্থানীয়রা প্রকৃতির সহানুভূতি ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ দেখতে পাচ্ছেন।