ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছে এভারকেয়ারে ছুটলেন জুবাইদা রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

 

ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বিজি-৩০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তার মেয়ে জাইমা রহমান মা’কে বিদায় জানান।

ঢাকাস্থ কাতার দূতাবাস আগেই জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য কাতারের আমিরের বিমান—এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই সেটি বাংলাদেশে আসবে।

তবে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত দিনে আসছে না। সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাতে পারে। তিনি বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ঢাকা পৌঁছে ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। যান্ত্রিক সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় জুবাইদা রহমানের লন্ডন ফেরার সময়ও পিছিয়ে যাচ্ছে, কারণ তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই যুক্তরাজ্যে যাবেন।

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

ঢাকায় পৌঁছে এভারকেয়ারে ছুটলেন জুবাইদা রহমান

আপডেট সময় ১১:০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

 

ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বিজি-৩০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তার মেয়ে জাইমা রহমান মা’কে বিদায় জানান।

ঢাকাস্থ কাতার দূতাবাস আগেই জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য কাতারের আমিরের বিমান—এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই সেটি বাংলাদেশে আসবে।

তবে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত দিনে আসছে না। সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাতে পারে। তিনি বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ঢাকা পৌঁছে ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। যান্ত্রিক সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় জুবাইদা রহমানের লন্ডন ফেরার সময়ও পিছিয়ে যাচ্ছে, কারণ তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই যুক্তরাজ্যে যাবেন।