ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার উদ্দেশ্যে কাতারের আমিরের পক্ষ থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল, সেটি নির্ধারিত সময়ে আসছে না। এ কারণে খালেদা জিয়ার বিদেশযাত্রা এক দিন পিছিয়ে গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।

তিনি বলেন, গত রাত থেকেই লন্ডন যাত্রা নিয়ে নানা প্রস্তুতি চলছিল এবং রাজনৈতিক মহলেও আলোচনার সৃষ্টি হয়। তবে শুক্রবার সকালে নিশ্চিত হওয়া যায় যে পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

মির্জা ফখরুল জানান, কারিগরি সমস্যার কারণে আজ অ্যাম্বুলেন্সটি আসছে না। ম্যাডামের শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে ফ্লাইটের সময় নির্ধারণ করা হবে। তিনি বলেন, ‘‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন।’’

 

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের সাবেক নেতা আজাদ

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

আপডেট সময় ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার উদ্দেশ্যে কাতারের আমিরের পক্ষ থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল, সেটি নির্ধারিত সময়ে আসছে না। এ কারণে খালেদা জিয়ার বিদেশযাত্রা এক দিন পিছিয়ে গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।

তিনি বলেন, গত রাত থেকেই লন্ডন যাত্রা নিয়ে নানা প্রস্তুতি চলছিল এবং রাজনৈতিক মহলেও আলোচনার সৃষ্টি হয়। তবে শুক্রবার সকালে নিশ্চিত হওয়া যায় যে পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

মির্জা ফখরুল জানান, কারিগরি সমস্যার কারণে আজ অ্যাম্বুলেন্সটি আসছে না। ম্যাডামের শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে ফ্লাইটের সময় নির্ধারণ করা হবে। তিনি বলেন, ‘‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন।’’