ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

ধামরাই পৌরসভায় সাবেক মেয়র গোলাম কবির মোল্লার মেয়াদকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল নির্মাণ এবং ম্যুরাল পাহারায় দু’জন আনসার সদস্য নিয়োগ—এই পুরো প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। পৌরসভার জনসাধারণ ও কর্মীদের মধ্যে এ নিয়ে দীর্ঘদিন আলোচনা থাকলেও কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি বলে জানা গেছে।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান অভিযোগ করে বলেন, “সাবেক সরকারের সময়ে বিভিন্ন ক্ষেত্রে অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল। ধামরাই পৌরসভাতেও একই ধারাবাহিকতায় মেয়র গোলাম কবির মোল্লা পৌর তহবিল থেকে বেতন দিয়ে মূর্তি পাহারায় আনসার নিয়োগ করেন, যা ছিল সম্পূর্ণ বেআইনি।” তিনি জানান, এ বিষয়ে তিনি ইউএনওকে অবহিত করবেন এবং ম্যুরাল অপসারণ ও আনসার সদস্যদের প্রত্যাহারের দাবি জানাবেন।

ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বিএনপি সভাপতি নাজিম উদ্দিন মনজু বলেন, ম্যুরাল তৈরির বিষয়ে কোনো মন্ত্রণালয় প্রজ্ঞাপন ছিল না। তিনি দাবি করেন, ম্যুরালের কারিগরকে তিন লাখ টাকা দেওয়ার কথা থাকলেও তিনি সম্পূর্ণ টাকা পাননি। তবুও পৌরসভা থেকে ১৪ লাখ টাকা ব্যয়ে ম্যুরাল নির্মাণের বিল দেখানো হয়েছে। একইসঙ্গে পৌর রাজস্ব তহবিল থেকে আনসার সদস্যদের বেতন বাবদ প্রায় ৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

জুলাই আন্দোলনের সময় ম্যুরালটি ক্ষতিগ্রস্ত হলেও তা এখনো পৌরসভা চত্বরে রাখা আছে এবং আনসার সদস্যরা এখনো পাহারা দিচ্ছেন বলে জানান তিনি।

ধামরাইয়ের নতুন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম নবী বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর সাবেক মেয়রের বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছেন। আনসার সদস্য দু’জন এখন পৌরসভার নাইট গার্ড হিসেবে কাজ করছেন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, যিনি বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে আছেন, বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড মিটিংয়ে আলোচনা করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় আনসার সদস্যদের আপাতত নাইট গার্ড হিসেবে রাখা হয়েছে।

পৌরসভায় আগে থেকেই তিনজন নাইট গার্ড থাকায় অতিরিক্ত দুইজন আনসার সদস্য রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।


 

জনপ্রিয় সংবাদ

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগ

আপডেট সময় ০৬:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

ধামরাই পৌরসভায় সাবেক মেয়র গোলাম কবির মোল্লার মেয়াদকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল নির্মাণ এবং ম্যুরাল পাহারায় দু’জন আনসার সদস্য নিয়োগ—এই পুরো প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। পৌরসভার জনসাধারণ ও কর্মীদের মধ্যে এ নিয়ে দীর্ঘদিন আলোচনা থাকলেও কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি বলে জানা গেছে।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান অভিযোগ করে বলেন, “সাবেক সরকারের সময়ে বিভিন্ন ক্ষেত্রে অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল। ধামরাই পৌরসভাতেও একই ধারাবাহিকতায় মেয়র গোলাম কবির মোল্লা পৌর তহবিল থেকে বেতন দিয়ে মূর্তি পাহারায় আনসার নিয়োগ করেন, যা ছিল সম্পূর্ণ বেআইনি।” তিনি জানান, এ বিষয়ে তিনি ইউএনওকে অবহিত করবেন এবং ম্যুরাল অপসারণ ও আনসার সদস্যদের প্রত্যাহারের দাবি জানাবেন।

ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বিএনপি সভাপতি নাজিম উদ্দিন মনজু বলেন, ম্যুরাল তৈরির বিষয়ে কোনো মন্ত্রণালয় প্রজ্ঞাপন ছিল না। তিনি দাবি করেন, ম্যুরালের কারিগরকে তিন লাখ টাকা দেওয়ার কথা থাকলেও তিনি সম্পূর্ণ টাকা পাননি। তবুও পৌরসভা থেকে ১৪ লাখ টাকা ব্যয়ে ম্যুরাল নির্মাণের বিল দেখানো হয়েছে। একইসঙ্গে পৌর রাজস্ব তহবিল থেকে আনসার সদস্যদের বেতন বাবদ প্রায় ৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

জুলাই আন্দোলনের সময় ম্যুরালটি ক্ষতিগ্রস্ত হলেও তা এখনো পৌরসভা চত্বরে রাখা আছে এবং আনসার সদস্যরা এখনো পাহারা দিচ্ছেন বলে জানান তিনি।

ধামরাইয়ের নতুন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম নবী বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর সাবেক মেয়রের বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছেন। আনসার সদস্য দু’জন এখন পৌরসভার নাইট গার্ড হিসেবে কাজ করছেন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, যিনি বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে আছেন, বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড মিটিংয়ে আলোচনা করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় আনসার সদস্যদের আপাতত নাইট গার্ড হিসেবে রাখা হয়েছে।

পৌরসভায় আগে থেকেই তিনজন নাইট গার্ড থাকায় অতিরিক্ত দুইজন আনসার সদস্য রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।