ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেবেন। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মূল অনুষ্ঠানের আগে তিনি গ্রহণ করবেন ‘ফিফা শান্তি পুরস্কার’। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে আয়োজিত প্রায় দুই ঘণ্টার এই অনুষ্ঠানে ট্রাম্পের জন্য নির্দিষ্ট কয়েক মিনিট বক্তব্যের সময় রাখা হলেও তা কঠোরভাবে সীমাবদ্ধ করা হবে না বলেই ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন ট্রাম্পই।

ফিফা জানিয়েছে, ফুটবল বিশ্বজুড়ে শান্তি ও ঐক্যের প্রতীক, আর যারা মানুষকে কাছাকাছি আনতে কাজ করেন তাদের সম্মান জানানোই এ পুরস্কারের উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্ব পরিস্থিতি অশান্ত থাকায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া জরুরি।

যদিও ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ফিফার ভেতরের একাধিক সূত্র নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছে যে তিনিই প্রথমবারের মতো এই পুরস্কার পাচ্ছেন। ইনফান্তিনো এর আগে ইসরায়েল–গাজা যুদ্ধবিরতি প্রসঙ্গে মন্তব্য করে বলেছিলেন, ট্রাম্পের ভূমিকা নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। তবে ট্রাম্প যে আটটি যুদ্ধ শেষ করার দাবি করেছেন, তার বেশ কিছু নিয়েই বিতর্ক রয়েছে বলে নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে।

পুরস্কার মনোনয়ন বা বিচার প্রক্রিয়া সম্পর্কে ফিফা কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে ফিফাকে চিঠি দিলেও কোনো উত্তর পায়নি।

ফিফার এই অনুষ্ঠানও সাজানো হয়েছে ট্রাম্পের পছন্দ অনুসারে। তার প্রচারসভায় জনপ্রিয় ‘ওয়াই.এম.সি.এ.’ গান পরিবেশন করতে অনুষ্ঠানে অংশ নেবে ভিলেজ পিপল ব্যান্ড।

জনপ্রিয় সংবাদ

হাদিকে আগেই সতর্ক করেছিলেন সাবেক ‘র‍্যাব সদস্য’

ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প

আপডেট সময় ১১:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেবেন। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মূল অনুষ্ঠানের আগে তিনি গ্রহণ করবেন ‘ফিফা শান্তি পুরস্কার’। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে আয়োজিত প্রায় দুই ঘণ্টার এই অনুষ্ঠানে ট্রাম্পের জন্য নির্দিষ্ট কয়েক মিনিট বক্তব্যের সময় রাখা হলেও তা কঠোরভাবে সীমাবদ্ধ করা হবে না বলেই ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন ট্রাম্পই।

ফিফা জানিয়েছে, ফুটবল বিশ্বজুড়ে শান্তি ও ঐক্যের প্রতীক, আর যারা মানুষকে কাছাকাছি আনতে কাজ করেন তাদের সম্মান জানানোই এ পুরস্কারের উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্ব পরিস্থিতি অশান্ত থাকায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া জরুরি।

যদিও ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ফিফার ভেতরের একাধিক সূত্র নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছে যে তিনিই প্রথমবারের মতো এই পুরস্কার পাচ্ছেন। ইনফান্তিনো এর আগে ইসরায়েল–গাজা যুদ্ধবিরতি প্রসঙ্গে মন্তব্য করে বলেছিলেন, ট্রাম্পের ভূমিকা নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। তবে ট্রাম্প যে আটটি যুদ্ধ শেষ করার দাবি করেছেন, তার বেশ কিছু নিয়েই বিতর্ক রয়েছে বলে নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে।

পুরস্কার মনোনয়ন বা বিচার প্রক্রিয়া সম্পর্কে ফিফা কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে ফিফাকে চিঠি দিলেও কোনো উত্তর পায়নি।

ফিফার এই অনুষ্ঠানও সাজানো হয়েছে ট্রাম্পের পছন্দ অনুসারে। তার প্রচারসভায় জনপ্রিয় ‘ওয়াই.এম.সি.এ.’ গান পরিবেশন করতে অনুষ্ঠানে অংশ নেবে ভিলেজ পিপল ব্যান্ড।