ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা তার ব্যক্তিগত সিদ্ধান্তে ভারতে অবস্থান করবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি মূলত সেই পরিস্থিতির ওপর নির্ভর করছে যার কারণে তিনি এখানে এসেছেন, এবং শেষ সিদ্ধান্ত নেওয়া তারই অধিকার।

শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সঙ্গে আলাপকালে জয়শঙ্কর আরও বলেন, শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন, তবে তার ভবিষ্যৎ largely নির্ভর করবে আসল পরিস্থিতির ওপর।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, জনগণ যদি আগের নির্বাচনের প্রক্রিয়ায় অসন্তুষ্ট থাকে, তবে প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। পাশাপাশি তিনি বাংলাদেশের মঙ্গল কামনা করে ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের ওপর জোর দেন।

তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব থাকবে এবং দুই দেশের সম্পর্কের উন্নতি হবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সহিংসতায় বহু মানুষের প্রাণহানির পর তার ১৫ বছরের শাসন শেষ হয় এবং এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

জনপ্রিয় সংবাদ

হাদিকে আগেই সতর্ক করেছিলেন সাবেক ‘র‍্যাব সদস্য’

শেখ হাসিনা তার ব্যক্তিগত সিদ্ধান্তে ভারতে অবস্থান করবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি মূলত সেই পরিস্থিতির ওপর নির্ভর করছে যার কারণে তিনি এখানে এসেছেন, এবং শেষ সিদ্ধান্ত নেওয়া তারই অধিকার।

শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সঙ্গে আলাপকালে জয়শঙ্কর আরও বলেন, শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন, তবে তার ভবিষ্যৎ largely নির্ভর করবে আসল পরিস্থিতির ওপর।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, জনগণ যদি আগের নির্বাচনের প্রক্রিয়ায় অসন্তুষ্ট থাকে, তবে প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। পাশাপাশি তিনি বাংলাদেশের মঙ্গল কামনা করে ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের ওপর জোর দেন।

তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব থাকবে এবং দুই দেশের সম্পর্কের উন্নতি হবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সহিংসতায় বহু মানুষের প্রাণহানির পর তার ১৫ বছরের শাসন শেষ হয় এবং এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।