সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সদর থানা পুলিশ ৪৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রামের রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর মামুন মিয়া এবং নয়াবাড়ি এলাকার মাসুদ রানা।
দুপুর সাড়ে ১২টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান অভিযানের বিস্তারিত জানান। তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে সদর থানা পুলিশ অভিযানটি পরিচালনা করে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


























