ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৪০ হাজার মানুষকে বিরিয়ানী খাইয়ে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার (৬ ডিসেম্বর) এই অনুষ্ঠানের আয়োজন শুরু হবে।

প্রতিবেদনের অনুযায়ী, অতিথিদের জন্য প্রায় ৪০ হাজার প্যাকেট শাহি বিরিয়ানি এবং স্থানীয় বাসিন্দাদের জন্য আরও ২০ হাজার প্যাকেট খাবার প্রস্তুত করা হচ্ছে। মুর্শিদাবাদের সাতটি কেটারিং প্রতিষ্ঠান এই দায়িত্ব পেয়েছে। শুধু খাবারের ব্যয়ই ৩০ লাখ রুপির বেশি। মোট বাজেট ৬০ থেকে ৭০ লাখ রূপি ছাড়াবে বলে জানা গেছে। মঞ্চ নির্মাণ, বিশেষ অতিথি ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবকদের কাজে ব্যবহৃত খরচও অন্তর্ভুক্ত।

আইনি প্রেক্ষাপটে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভিত্তিপ্রস্তর স্থাপনে কোনো হস্তক্ষেপ না করায় এখন কোনো বাধা নেই। রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। হুমায়ুন কবীর বর্তমানে মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তৃণমূলের বিধায়ক।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, অনুষ্ঠান পরিচালনার জন্য ৩ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকবেন। হুমায়ুন কবীরের দাবি, প্রায় ২৫ বিঘা জমিতে প্রায় ৩ লাখ মানুষ এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। রাজনৈতিক মহল এই উদ্যোগকে সংখ্যালঘু আবেগ ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিতর্কিত হিসেবে দেখছে।

জনপ্রিয় সংবাদ

হাদিকে আগেই সতর্ক করেছিলেন সাবেক ‘র‍্যাব সদস্য’

৪০ হাজার মানুষকে বিরিয়ানী খাইয়ে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন

আপডেট সময় ০৬:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার (৬ ডিসেম্বর) এই অনুষ্ঠানের আয়োজন শুরু হবে।

প্রতিবেদনের অনুযায়ী, অতিথিদের জন্য প্রায় ৪০ হাজার প্যাকেট শাহি বিরিয়ানি এবং স্থানীয় বাসিন্দাদের জন্য আরও ২০ হাজার প্যাকেট খাবার প্রস্তুত করা হচ্ছে। মুর্শিদাবাদের সাতটি কেটারিং প্রতিষ্ঠান এই দায়িত্ব পেয়েছে। শুধু খাবারের ব্যয়ই ৩০ লাখ রুপির বেশি। মোট বাজেট ৬০ থেকে ৭০ লাখ রূপি ছাড়াবে বলে জানা গেছে। মঞ্চ নির্মাণ, বিশেষ অতিথি ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবকদের কাজে ব্যবহৃত খরচও অন্তর্ভুক্ত।

আইনি প্রেক্ষাপটে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভিত্তিপ্রস্তর স্থাপনে কোনো হস্তক্ষেপ না করায় এখন কোনো বাধা নেই। রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। হুমায়ুন কবীর বর্তমানে মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তৃণমূলের বিধায়ক।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, অনুষ্ঠান পরিচালনার জন্য ৩ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকবেন। হুমায়ুন কবীরের দাবি, প্রায় ২৫ বিঘা জমিতে প্রায় ৩ লাখ মানুষ এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। রাজনৈতিক মহল এই উদ্যোগকে সংখ্যালঘু আবেগ ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিতর্কিত হিসেবে দেখছে।