ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতাকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ীতে আপেল মাহমুদ নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে এক স্থানীয় যুবক। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আপেল মাহমুদ ১ নম্বর ওয়ার্ডের বাড়াইপাড়ার বাসিন্দা এবং পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক। হামলার অভিযোগ স্থানীয় যুবক হাসানের বিরুদ্ধে, যিনি গোয়ালপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানিয়েছে, হাসান হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাঁ হাতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মোহাম্মদ আব্দুল মতিন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী হাসান দীর্ঘদিন ধরে রাজনৈতিক দাপট দেখিয়ে আসছে এবং এ ঘটনার নিন্দা জানান তিনি।

পলাশবাড়ী থানার ওসি মো. সারোয়ার আলম খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। হামলাকারীর রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত নয়। কেউ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

এনসিপির নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ

জামায়াত নেতাকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

আপডেট সময় ০৯:৩৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

 

গাইবান্ধার পলাশবাড়ীতে আপেল মাহমুদ নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে এক স্থানীয় যুবক। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আপেল মাহমুদ ১ নম্বর ওয়ার্ডের বাড়াইপাড়ার বাসিন্দা এবং পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক। হামলার অভিযোগ স্থানীয় যুবক হাসানের বিরুদ্ধে, যিনি গোয়ালপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানিয়েছে, হাসান হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাঁ হাতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মোহাম্মদ আব্দুল মতিন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী হাসান দীর্ঘদিন ধরে রাজনৈতিক দাপট দেখিয়ে আসছে এবং এ ঘটনার নিন্দা জানান তিনি।

পলাশবাড়ী থানার ওসি মো. সারোয়ার আলম খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। হামলাকারীর রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত নয়। কেউ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”