যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের নিকটবর্তী এলাকায় শনিবার (৬ ডিসেম্বর) রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূমির মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের পার্বত্য প্রত্যন্ত অঞ্চলে কম্পনটি তীব্রভাবে অনুভূত হয়। তবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি হয়নি।
ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে ঘটে।
কানাডার হোয়াইটহর্স পুলিশ জানায়, কম্পন অনুভূত হওয়ার পর তাদের জরুরি নম্বরে কয়েকটি কল আসে। অনেক স্থানীয় সামাজিক মাধ্যমে বাড়িঘর কেঁপে ওঠা এবং তাক থেকে জিনিস পড়ে যাওয়ার কথা জানান।
ভূমিকম্পের পর একই এলাকায় বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করেছে ইউএসজিএস।

























