ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

 

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ঠিক করেন।

গত ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। এতে সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা অভিযোগ এনে আরও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

এজাহারে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসা থেকে অস্বাভাবিক অবস্থায় সালমান শাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এ মৃত্যু ‘হত্যা’ বলে অভিযোগ তোলা হয়।

ওই বছরের ২৪ জুলাই সালমানের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী আদালতে আবেদন করে অপমৃত্যুর মামলাটি পুনঃতদন্ত ও হত্যা মামলা হিসেবে রেকর্ডের দাবি জানান। পরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়েছে। তবে মামলার কোনো আসামি মারা গেলে প্রমাণ সাপেক্ষে তারা আইনি দায় থেকে অব্যাহতি পাবেন।


 

জনপ্রিয় সংবাদ

ঢাকা-৮ আসনে প্রার্থী ইস্যুতে হাদী–জামায়াত প্রসঙ্গ: ইলিয়াস হোসেনের আবেগঘন পোস্ট

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি

আপডেট সময় ০৪:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

 

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ঠিক করেন।

গত ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। এতে সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা অভিযোগ এনে আরও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

এজাহারে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসা থেকে অস্বাভাবিক অবস্থায় সালমান শাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এ মৃত্যু ‘হত্যা’ বলে অভিযোগ তোলা হয়।

ওই বছরের ২৪ জুলাই সালমানের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী আদালতে আবেদন করে অপমৃত্যুর মামলাটি পুনঃতদন্ত ও হত্যা মামলা হিসেবে রেকর্ডের দাবি জানান। পরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়েছে। তবে মামলার কোনো আসামি মারা গেলে প্রমাণ সাপেক্ষে তারা আইনি দায় থেকে অব্যাহতি পাবেন।