ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর থেকে মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক, চুরি-অনিবন্ধিত ফোনের ব্যবহার বন্ধ হবে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

 

দেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার এবং অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনার উদ্যোগ নিয়েছে সরকার। ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া (NEIR) চালু হবে। এই ব্যবস্থার মাধ্যমে চুরি হওয়া, অনুমোদনবিহীনভাবে আমদানি করা বা নিবন্ধনবিহীন মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে ব্যবহার বন্ধ হবে।

সরকার ঘোষণার পর থেকেই ক্রেতাদের মধ্যে ফোন কেনার জন্য দোকানগুলোতে ভিড় বেড়েছে। তবে ক্রেতারা অভিযোগ করেছেন, প্রচলিত শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল মোবাইল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একাধিক ক্রেতার দাবি, ২০ হাজার টাকার ফোনে ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হলে দাম ৫০ হাজারের বেশি হয়ে যায়, যা ছাত্র-যুবকদের বাজেটের বাইরে।

অন্যদিকে, ব্যবসায়ীরা সরকারের কাছে অনিবন্ধিত ফোন আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছেন। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম জানিয়েছেন, ‘সমাধানের জন্য সরকার এখনো আলোচনা করতে পারে, নাহলে ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হবে।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণায় অবৈধ স্মার্টফোন ব্যবহৃত হয়। চুরি ও অবৈধ ফোনচালানির সঙ্গে যুক্ত বিশেষ কিছু গোষ্ঠীর স্বার্থের কারণে সরকারের উদ্যোগে বাধা সৃষ্টি হচ্ছে।

সরকার নির্বাচনের আগে অবৈধ ডিভাইস-সংক্রান্ত অপরাধ দমন, সুলভ দামে ফোন সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং রাজস্ব বৃদ্ধি লক্ষ্য করে ১৬ ডিসেম্বর থেকে NEIR কার্যকর করবে।

আইসিটি বিভাগ জানিয়েছে, NEIR কার্যকর হওয়ার আগে নেটওয়ার্কে থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এর পরে বিদেশ থেকে আনা নতুন ফোন অনলাইনে নিবন্ধন করতে হবে।


 

জনপ্রিয় সংবাদ

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?: র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন

১৬ ডিসেম্বর থেকে মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক, চুরি-অনিবন্ধিত ফোনের ব্যবহার বন্ধ হবে

আপডেট সময় ০১:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

 

দেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার এবং অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনার উদ্যোগ নিয়েছে সরকার। ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া (NEIR) চালু হবে। এই ব্যবস্থার মাধ্যমে চুরি হওয়া, অনুমোদনবিহীনভাবে আমদানি করা বা নিবন্ধনবিহীন মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে ব্যবহার বন্ধ হবে।

সরকার ঘোষণার পর থেকেই ক্রেতাদের মধ্যে ফোন কেনার জন্য দোকানগুলোতে ভিড় বেড়েছে। তবে ক্রেতারা অভিযোগ করেছেন, প্রচলিত শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল মোবাইল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একাধিক ক্রেতার দাবি, ২০ হাজার টাকার ফোনে ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হলে দাম ৫০ হাজারের বেশি হয়ে যায়, যা ছাত্র-যুবকদের বাজেটের বাইরে।

অন্যদিকে, ব্যবসায়ীরা সরকারের কাছে অনিবন্ধিত ফোন আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছেন। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম জানিয়েছেন, ‘সমাধানের জন্য সরকার এখনো আলোচনা করতে পারে, নাহলে ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হবে।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণায় অবৈধ স্মার্টফোন ব্যবহৃত হয়। চুরি ও অবৈধ ফোনচালানির সঙ্গে যুক্ত বিশেষ কিছু গোষ্ঠীর স্বার্থের কারণে সরকারের উদ্যোগে বাধা সৃষ্টি হচ্ছে।

সরকার নির্বাচনের আগে অবৈধ ডিভাইস-সংক্রান্ত অপরাধ দমন, সুলভ দামে ফোন সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং রাজস্ব বৃদ্ধি লক্ষ্য করে ১৬ ডিসেম্বর থেকে NEIR কার্যকর করবে।

আইসিটি বিভাগ জানিয়েছে, NEIR কার্যকর হওয়ার আগে নেটওয়ার্কে থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এর পরে বিদেশ থেকে আনা নতুন ফোন অনলাইনে নিবন্ধন করতে হবে।