কলকাতায় তৃণমূল থেকে বরখাস্ত রাজনীতিবিদ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের আহ্বানে দানের ঢল নেমেছে। মুর্শিদাবাদের বেলডাঙায় ৬ ডিসেম্বর তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সভায় প্রায় ৪০ হাজার মানুষের উপস্থিতি ছিল এবং ‘শাহী বিরিয়ানি’র আয়োজন করা হয়েছিল।
মসজিদ নির্মাণে সাহায্যের জন্য স্থাপন করা ১১টি স্টিলের দানবাক্স দুই দিনের মধ্যে পুরোপুরি পূর্ণ হয়ে যায়। রবিবার রাতে চারটি বাক্স ও একটি বস্তা মিলিয়ে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি পাওয়া গেছে। অনলাইন দানেও বিপুল পরিমাণ অর্থ এসেছে; কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ৯৩ লাখ রুপি পাওয়া গেছে।
দানের পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে রুপি গণনা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩০ জন মানুষ নগদ টাকা গণনা করেন। সোমবার বিকেল ৫টা থেকে বাকি সাতটি দানবাক্স খোলা হবে। হুমায়ুনের ঘনিষ্ঠ মহলের দাবি, দানের পরিমাণ তাদের ধারণার চেয়েও বেশি এবং বিদেশ থেকেও অনুদান এসেছে। নিরাপত্তা ও সিসিটিভি ব্যবস্থা সহ একটি আলাদা ঘরে টাকা সংরক্ষণ করা হবে।
হুমায়ুন কবির তৃণমূল থেকে বরখাস্ত হওয়ার পর ঘোষণা করেছেন, ২২ ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। তার নতুন দল রাজ্যের আসন্ন নির্বাচনে ১৩৫টি আসনে লড়বে। হুমায়ুন জানিয়েছেন, বেলডাঙায় মসজিদ তিনি অবশ্যই নির্মাণ করবেন।























