বগুড়া সদর উপজেলার চক আকাশতারা খাপাড়া এলাকায় জুলাই শহীদ কমর উদ্দিন বাঙ্গির বাড়িতে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত প্রায় ৮টার দিকে ঘটে যাওয়া এ হামলায় শহীদ কমর উদ্দিনের নাতি শিমুলসহ তিনজন আহত হন। গুরুতর আহত শিমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, শিমুল বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলেন। এসময় কয়েকজন হামলাকারী আচমকা এসে ধারালো রামদা দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে। শিমুলকে উদ্ধার করতে গেলে আরও দুইজন স্থানীয় বাসিন্দাকে মারধর করা হয়।
হামলাকারীরা এরপর শহীদ কমর উদ্দিনের আধাপাকা বসতবাড়িতে হামলা চালায়। তারা ঘরবাড়ি, মোটরসাইকেল ও মূল্যবান মালামাল ভাঙচুর করে এবং বাড়িতে থাকা টাকা-পয়সা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
শহীদ কমর উদ্দিনের মা জমेला বেগম বলেন,
“আমার ছেলে দেশের জন্য জীবন দিল, আর আজ আমাদের বাড়িতেই হামলা। আমরা কি একটু শান্তিতে থাকতে পারব না?”
স্বজনদের অভিযোগ—কমর উদ্দিনের মৃত্যুর পর থেকেই পরিবারটি সহায়-সম্বলহীন। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা এই শহীদ পরিবারের ওপর নতুন করে এই বর্বর হামলা তাদের আবারও আতঙ্কে ফেলেছে।
এক স্বজন বলেন, “হঠাৎ কয়েকজন যুবক এসে ঘরবাড়ি ভাঙতে শুরু করে। এমন দৃশ্য জীবনে দেখিনি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
বিষয়টি গুরুত্বসহকারে দেখছে প্রশাসন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজ আলম জানান, “শহীদ পরিবারের ওপর হামলা আমরা বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”




















