চট্টগ্রামের সাতকানিয়ায় এক দশক নিঃসন্তান থাকার পর এনি আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর বেসরকারি পিপলস হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে রয়েছে তিনটি মেয়ে ও দুটি ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, বিয়ের পর দীর্ঘসময় ধরে চিকিৎসা নিলেও সন্তানসম্ভবা হতে পারছিলেন না এনি আক্তার। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে দম্পতি ‘ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন’ (আইইউআই) পদ্ধতি গ্রহণ করেন। এই চিকিৎসা সফল হওয়ায় তিনি গর্ভধারণ করেন।
রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি জানান, সন্তানহীনতার কারণে দম্পতি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন এবং সংসার ভাঙার আশঙ্কাও দেখা দিয়েছিল। তবে সঠিক চিকিৎসা ও ধৈর্যের ফলেই তারা এখন পাঁচ সন্তানের সুখী অভিভাবক। মা এনি আক্তার বর্তমানে সুস্থ আছেন।




















