ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীমুক্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ব্যাপক সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, প্রতি বছর দেশের নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া দিবস উদযাপিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের।

প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চলের নারীদের সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে বেগম রোকেয়ার অসামান্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দিবসটি উপলক্ষে তিনি এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজব্যবস্থায় পিছিয়ে থাকা নারীদের উন্নতির মূল চাবিকাঠি ছিল শিক্ষা। এ উপলব্ধি থেকেই বেগম রোকেয়া নারীশিক্ষা বিস্তারে সাহসী ভূমিকা পালন করেন। তার সূচিত সেই পথ ধরে আজ অন্তর্বর্তী সরকার নারীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।

ড. ইউনূস জানান, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গ্রামীণ অসচ্ছল নারীদের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি, দরিদ্র গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা, তৃণমূল পর্যায়ে ক্ষুদ্রঋণ প্রদান, নারীদের উদ্যোক্তা তৈরির সহায়তা এবং কর্মজীবী নারীদের নিরাপদ আবাসনের জন্য হোস্টেল পরিচালনা করছে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২৪ ঘণ্টা টোল-ফ্রি হটলাইন ১০৯ চালু রয়েছে।

বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারী অধিকার ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় বেগম রোকেয়া পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনাও করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?: র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন

‘নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া’

আপডেট সময় ১১:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীমুক্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ব্যাপক সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, প্রতি বছর দেশের নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া দিবস উদযাপিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের।

প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চলের নারীদের সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে বেগম রোকেয়ার অসামান্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দিবসটি উপলক্ষে তিনি এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজব্যবস্থায় পিছিয়ে থাকা নারীদের উন্নতির মূল চাবিকাঠি ছিল শিক্ষা। এ উপলব্ধি থেকেই বেগম রোকেয়া নারীশিক্ষা বিস্তারে সাহসী ভূমিকা পালন করেন। তার সূচিত সেই পথ ধরে আজ অন্তর্বর্তী সরকার নারীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।

ড. ইউনূস জানান, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গ্রামীণ অসচ্ছল নারীদের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি, দরিদ্র গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা, তৃণমূল পর্যায়ে ক্ষুদ্রঋণ প্রদান, নারীদের উদ্যোক্তা তৈরির সহায়তা এবং কর্মজীবী নারীদের নিরাপদ আবাসনের জন্য হোস্টেল পরিচালনা করছে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২৪ ঘণ্টা টোল-ফ্রি হটলাইন ১০৯ চালু রয়েছে।

বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারী অধিকার ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় বেগম রোকেয়া পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনাও করেন তিনি।