ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে কোনাপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন—ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম পড়তেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ভোর ৪টার দিকে তারা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। কোনাপাড়া এলাকায় পৌঁছালে ডিএনসিসির ময়লার গাড়ি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা বন্ধু তাওসিফ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। প্রথমে অপু এবং কিছুক্ষণ পর ইরামের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত দুই শিক্ষার্থী ডেমরার চিটাগাং রোড এলাকায় বসবাস করতেন। মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং ঘাতক গাড়িটি আটক করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। শোকাহত পরিবারগুলো দ্রুত দোষীদের বিচার দাবি করেছেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রার্থীর সভায় আ. লীগ নেত্রী বললেন—১৭ বছর বিএনপি ছিল না, তাই উন্নয়ন হয়নি

ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ১২:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

রাজধানীর ডেমরায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে কোনাপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন—ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম পড়তেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ভোর ৪টার দিকে তারা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। কোনাপাড়া এলাকায় পৌঁছালে ডিএনসিসির ময়লার গাড়ি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা বন্ধু তাওসিফ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। প্রথমে অপু এবং কিছুক্ষণ পর ইরামের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত দুই শিক্ষার্থী ডেমরার চিটাগাং রোড এলাকায় বসবাস করতেন। মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং ঘাতক গাড়িটি আটক করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। শোকাহত পরিবারগুলো দ্রুত দোষীদের বিচার দাবি করেছেন।