ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য খুব গুরুত্বপূর্ণ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা হাদির চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি এখনো শঙ্কামুক্ত নন—এ তথ্য তার পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হাদির শারীরিক অবস্থার তথ্য নিশ্চিত করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য খুব গুরুত্বপূর্ণ

আপডেট সময় ০৩:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা হাদির চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি এখনো শঙ্কামুক্ত নন—এ তথ্য তার পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হাদির শারীরিক অবস্থার তথ্য নিশ্চিত করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।