ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শরিফ ওসমান হাদির ওপর ‘গুপ্ত ও নিষিদ্ধ বাহিনীর’ হামলা: ছাত্রশিবির সেক্রেটারি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর ‘গুপ্ত ও নিষিদ্ধ বাহিনী’ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সেনা নায়ক, যিনি আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বরের সাত শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গুলিবিদ্ধ হওয়ার দুই-তিন দিন আগেও হাদির সঙ্গে তার কথা হয়েছে। সে সময় হাদি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি জানান, হাদিকে সাবধানে চলার অনুরোধ করা হলেও হাদি বলেছিলেন—‘মওতের ফয়সালা আসমানে হয়, রাজপথেই মৃত্যুবরণ করার জন্য আমার জন্ম।’

শিবির সেক্রেটারি বলেন, এই ভরা মজলিসে মহান আল্লাহর কাছে তিনি হাদির প্রাণভিক্ষা কামনা করছেন, যেন আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বর আরও কিছুদিন দেশের জন্য বেঁচে থাকেন।

তিনি আরও বলেন, শাহাদাতের আকাঙ্ক্ষা তাদের রক্তের ধমনিতে প্রবাহিত হয় এবং কোনো ক্লান্তিই তাদের দুর্বল করতে পারবে না।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা।

জনপ্রিয় সংবাদ

এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ

শরিফ ওসমান হাদির ওপর ‘গুপ্ত ও নিষিদ্ধ বাহিনীর’ হামলা: ছাত্রশিবির সেক্রেটারি

আপডেট সময় ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর ‘গুপ্ত ও নিষিদ্ধ বাহিনী’ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সেনা নায়ক, যিনি আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বরের সাত শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গুলিবিদ্ধ হওয়ার দুই-তিন দিন আগেও হাদির সঙ্গে তার কথা হয়েছে। সে সময় হাদি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি জানান, হাদিকে সাবধানে চলার অনুরোধ করা হলেও হাদি বলেছিলেন—‘মওতের ফয়সালা আসমানে হয়, রাজপথেই মৃত্যুবরণ করার জন্য আমার জন্ম।’

শিবির সেক্রেটারি বলেন, এই ভরা মজলিসে মহান আল্লাহর কাছে তিনি হাদির প্রাণভিক্ষা কামনা করছেন, যেন আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বর আরও কিছুদিন দেশের জন্য বেঁচে থাকেন।

তিনি আরও বলেন, শাহাদাতের আকাঙ্ক্ষা তাদের রক্তের ধমনিতে প্রবাহিত হয় এবং কোনো ক্লান্তিই তাদের দুর্বল করতে পারবে না।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা।