ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে নিজেই এ সুখবর জানান তিনি।
পোস্টে নয়ন লেখেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। আজ আমি ভীষণ খুশি। কারণ আজ আমি প্রথম সন্তানের বাবা হলাম। আমার প্রিয়তমা স্ত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আমি তার কাছে কৃতজ্ঞ।”
এই আনন্দঘন মুহূর্তে নিজের জীবনের এক বেদনাদায়ক অধ্যায়ের কথাও তুলে ধরেন যুবদল নেতা নয়ন। তিনি লেখেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয় এবং প্রতিবারই রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। দুই পা উল্টো করে ঝুলিয়ে মারধর, বৈদ্যুতিক শক দেওয়া এবং তিনবার গুলিবিদ্ধ হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে নয়ন লেখেন, তার পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে ও বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। এতে গুরুতর সংক্রমণ সৃষ্টি হয় এবং দীর্ঘদিন তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগতে হয় তাকে। এসব নির্যাতনের ফলে ধীরে ধীরে তার প্রজননক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি জানান।
নয়ন আরও লেখেন, সন্তানের মুখ দেখার আকাঙ্ক্ষায় তিনি ও তার সহধর্মিণী দীর্ঘদিন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, কিন্তু বহুদিন কাঙ্ক্ষিত ফল পাননি। এই কঠিন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন এবং চিকিৎসা সংক্রান্ত দিকনির্দেশনা ও মানসিক সাহস জুগিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
মানসিক যন্ত্রণার কথা তুলে ধরে নয়ন লেখেন, “মানসিক কষ্ট এমন এক আগুন, যা ভেতরটা ধীরে ধীরে পুড়িয়ে দেয়, অথচ বাইরে থেকে কেউ টের পায় না। যে যন্ত্রণা আমি ভোগ করেছি।”
শেষে তিনি লেখেন, “আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছেন। আমি সবার কাছে আমার প্রিয় সন্তানের জন্য দোয়া চাই এবং মহান রাব্বুল আলামীনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি।”





















