ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে বিদেশে নেয়ার পরিকল্পনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতে পারে। রোববার সকালে হাদির পরিবার ও সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ৭২ ঘণ্টার মধ্যে কাছের কোনো দেশে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে সিঙ্গাপুরের নাম উল্লেখ করা হচ্ছে।

গুরুতর অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন, প্রয়োজন পড়লে হাদিকে বিদেশে পাঠানোর ব্যবস্থার জন্য সরকার যথাযথ পদক্ষেপ নেবে। এ বিষয়ে তার পরিবার ও ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা হাদি এখনও শঙ্কামুক্ত নন। শনিবার রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, গুলিবিদ্ধ হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “হাদির অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে, তবে সম্পূর্ণ সুস্থ নয়।”

ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ শুক্রবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, হাদির অঙ্গ-প্রত্যঙ্গ মোটামুটি কার্যকর রয়েছে এবং পরবর্তী সময়ে আর কোনো অপারেশনের প্রয়োজন নাও পড়তে পারে।


 

জনপ্রিয় সংবাদ

ভারত আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে দায় চাপিয়েছে জামায়াতের ওপর: গোলাম পরওয়ার

হাদিকে বিদেশে নেয়ার পরিকল্পনা

আপডেট সময় ১২:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতে পারে। রোববার সকালে হাদির পরিবার ও সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ৭২ ঘণ্টার মধ্যে কাছের কোনো দেশে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে সিঙ্গাপুরের নাম উল্লেখ করা হচ্ছে।

গুরুতর অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন, প্রয়োজন পড়লে হাদিকে বিদেশে পাঠানোর ব্যবস্থার জন্য সরকার যথাযথ পদক্ষেপ নেবে। এ বিষয়ে তার পরিবার ও ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা হাদি এখনও শঙ্কামুক্ত নন। শনিবার রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, গুলিবিদ্ধ হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “হাদির অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে, তবে সম্পূর্ণ সুস্থ নয়।”

ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ শুক্রবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, হাদির অঙ্গ-প্রত্যঙ্গ মোটামুটি কার্যকর রয়েছে এবং পরবর্তী সময়ে আর কোনো অপারেশনের প্রয়োজন নাও পড়তে পারে।