বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে তাঁর মেডিকেল বোর্ড। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থার না উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, না অবনতি দেখা গেছে। এ কারণে আপাতত তাঁকে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা হয়নি।
মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক রোববার সন্ধ্যায় বলেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা আগের মেডিকেল বোর্ডের বিবৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি এখনও সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা কিছু অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন, সেগুলোর ফলাফল পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বোর্ডের আরেক সদস্য জানান, কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি হলেও তা উল্লেখযোগ্য নয়। বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা অর্জনে সময় লাগবে। আপাতত দেশেই তাঁর চিকিৎসা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদ্যন্ত্র ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন।


























