ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই সমঝোতার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জমিয়তের মধ্যে নির্বাচনি সমঝোতা হয়েছে। এই সমঝোতার অংশ হিসেবে দুই দল পরস্পরের নির্বাচনি আসনে প্রার্থী দেবে না।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমমনা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার অংশ হিসেবেই এই সমঝোতা করা হয়েছে।
জমিয়তের সঙ্গে বিএনপির নির্বাচনি সমঝোতা
-
ডেস্ক রিপোর্টঃ - আপডেট সময় ১২:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ৫৪২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ


























